‘সন্ত্রাসবাদে’ যুক্ত থাকার অভিযোগে তুরস্কে ২৭৬৬ কর্মচারী বহিষ্কার

সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে দুই হাজার ৭৬৬ জন সরকারি কর্মচারীকে বহিষ্কার করেছে তুরস্ক সরকার। এ বিষয়ে একটি জরুরি আদেশ দেশটির অফিসিয়াল লিগ্যাল ডাটাবেজে প্রকাশ করা হয়েছে। রোববার অফিসিয়াল গ্যাজেটের এক ফরমানে বলা হয়েছে, এদের মধ্যে ৬৩৭ জন সেনা, ৩৬০ জন বিশেষ বাহিনীর সদস্য, ৬১ জন পুলিশ ও ৪ জন কোস্টগার্ড সদস্য রয়েছেন। ৩৪১ জনের মতো কর্মচারীকে বহিষ্কার করা হয়েছে ধর্মবিষয়ক অধিদফতর থেকে। এছাড়া বাকিরা বিভিন্ন প্রতিষ্ঠানের। ডিক্রিতে আরো বলা হয়েছে, পূর্বে বহিষ্কার করা ১১৫ জনকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। একই দিন পৃথক আরেক ফরমানে বলা হয়েছে, আদালতে হাজির হলে ‘সন্ত্রাসবাদে’ অভিযুক্তদের একটি ইউনিফর্ম পরতে হবে।
সূত্র: আল জাজিরা

No comments

Powered by Blogger.