তেম্বিনের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৮২

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তেম্বিনের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জনে। দেশটির পুলিশ এ খবর জানিয়েছে। গতকাল শনিবার এই দ্বীপরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের তুবোদ শহরে ঝড়টি আঘাত হানে। এরপরই বন্যা ও ভূমিধস দেখা দেয়। কর্মকর্তারা জানিয়েছে, মিন্দানাওয়ের সালোগ নদী থেকে আজ ৩৬টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া সালভাদোর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ১৭টি লাশ উদ্ধার করেছে। উল্লেখ্য, দেশটিতে প্রতি বছরই গড়ে ২০টি ঝড় আঘাত হানে। বেশির ভাগই মারাত্মক ক্ষয়-ক্ষতির সৃষ্টি করে। তবে মিন্দানাওয়ে এই ধরণের ঝড়ের আঘাত হানার ঘটনা বিরল।

No comments

Powered by Blogger.