মুসলিম যুবককে ভালোবেসে বিয়ে, ক্ষিপ্ত উগ্র হিন্দুরা

পাত্রী হিন্দু। পাত্র মুসলিম। কিন্তু কেন হিন্দু মেয়ের বিয়ে হবে মুসলিম ছেলের সঙ্গে, এই প্রশ্ন তুলে ভারতের গাজিয়াবাদে বিক্ষোভ বিজেপি ও কয়েকটি দক্ষিণপন্থী সংগঠনের। বিক্ষোভকারীদের দাবি, এটা 'লাভ জেহাদের' ঘটনা। গাজিয়াবাদের রাজনগর এলাকায় এই ভিন ধর্মের বিয়েতে বাধা দেওয়ায় শতাধিক বিজেপি ও দক্ষিণপন্থী গোষ্ঠীর লোকজনকে অভিযুক্ত করেছে পুলিশ। পাত্রীর বাবার দাবি, স্থানীয় বিজেপি শাখা প্রধান অজয় শর্মার নেতৃত্বে ওই দলের লোকজন তার বাড়ির বাইরে বিক্ষোভ দেখায়, শোরগোল করে। তাদের সঙ্গে ছিল ডানপন্থী কয়েকটি গোষ্ঠীর সদস্যরাও। পুলিশ জানিয়েছে, মৃদু লাঠি চালিয়ে তারা বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। বিজেপি নেতার অভিযোগ, এটা লাভ জেহাদ। যদিও পুলিশ জানিয়েছে, পাত্রপাত্রী দুজনের আগে থেকেই বন্ধুত্ব ছিল, দুজনেই একটি বহুজাতিক সংস্থায় চাকরি করেন। সংশ্লিষ্ট আইনের নানা ধারায় ১১৩ জনের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে আদালতে দুজনে বিয়ে করেন।

No comments

Powered by Blogger.