আজ স্লো উইকেটে জয়ের স্বপ্ন দেখছেন মাশরাফি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। ওভালের পিচ কিছুটা স্লো হবে, এমনটাই ভাবা হচ্ছে। স্পিনবান্ধব এই পিচে অস্ট্রেলিয়ার সাথে ভালো লড়াই হবে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের খেলা হয়েছিল ফ্ল্যাট উইকেটে। তামিম ইকবালের অসাধারণ শতকের পাশাপাশি মুশফিকের ব্যাটিংও নজর কেড়েছিল। অসিদের বিপক্ষে ম্যাচেও বাংলাদেশী ব্যাটসম্যানরা ভালো করতে প্রস্তুত। ম্যাচপূর্বক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বলেন, “যে উইকেটে খেলা হবে আশা করি আমাদের ব্যাটসম্যানরা ভালো করবে।
আমাদের বোলারদের নিয়েই ভাবতে হবে, পাশাপাশি এমন উইকেট নিয়েও আলাদা পরিকল্পনা করতে হবে। আমি তামিম, মুশফিকের সাথে কথা বলেছি। তারা অনেক আত্মবিশ্বাসী। পাশাপাশি রিয়াদও। আমি আশাকরি কোনো রকমের সমস্যা হবে না। আমাদের মূল চিন্তার বিষয় পঞ্চম বোলার।” শনিবার দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ যে উইকেটে হয়েছিলো সেই উইকেটেই হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ। এই পিচ স্পিনারদের ভালো সহায়তা করেছিল। ইমরান তাহির চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচের সেরা। এমন দৃশ্যপটে অস্ট্রেলিয়া দলে দেখা যেতে লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে। বাংলাদেশ দলেও ফিরতে পারেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে।

No comments

Powered by Blogger.