ঈদের ছবির ফাঁকা আওয়াজ

ঢাকাই চলচ্চিত্র শিল্পের শুরু থেকেই রমজান মাস উপলক্ষে বন্ধ থাকে ছবি মুক্তির প্রক্রিয়া। এবারও তার ব্যতিক্রম হয়নি। রমজান মাসে ছবি মুক্তি না পেলেও ঈদ উপলক্ষে মুক্তির জন্য তৈরি করা হয় একাধিক ছবি। যে ছবিগুলো দর্শকদের ঈদের আনন্দ বাড়িয়ে দেয় বহুগুণ। আসন্ন ঈদ উপলক্ষে প্রায় অর্ধডজন ছবি মুক্তির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তিনটি ছবি থাকছে বলেই জানা গেছে। বাকিগুলো পিছিয়েছে ঈদের মুক্তির মিছিল থেকে। এ ছবিগুলোর মধ্যে রয়েছে শাকিব খান অভিনীত ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ঢাকা অফিসের প্রযোজনায় ‘রংবাজ’ এবং শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’। দুটি ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন বুবলী। জানা গেছে অহংকার মুক্তির প্রক্রিয়া প্রায় শেষ করলেও শাকিবের পরামর্শে এটি মুক্তি দেয়া থেকে সরে দাঁড়িয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। দুই ঈদের মাঝের সময়টাতেই মুক্তি পাবে ছবিটি। রংবাজ এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মুক্তির সম্ভাবনা নেই ছবিটির। এছাড়া সৈকত নাসির নির্মিত বিদ্যা সিনহা মিম ও কলকাতার অঙ্কুশ অভিনীত ‘পাষাণ’ ছবিটি মুক্তি দেওয়ার কথা জানিয়েছিল।
ঈদে তো নয়ই, এখন একেবারেই মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে এ ছবিটির। মাহি অভিনীত ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখো’ ছবিটিও ঈদে মুক্তির ঘোষণা দিয়েছিল। সে হিসেবেই মাহির কাছ থেকে শিডিউল নেয়া হয়েছে। কিন্তু এটিও মুক্তি পাচ্ছে না। এ ছবিতে মাহির বিপরীতে আছেন কলকাতার বনি সেনগুপ্ত। আরেফিন শুভ ও তানহা তাসনিয়া অভিনীত জাকির হোসেন রাজুর ‘ভালো থেকো’ ছবিটিও এবারের ঈদে মুক্তি পাবে বলে জানিয়েছিল টাইগার মিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে ব্যবসায়িক দিক চিন্তা করে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছে এটি। যদিও বিশ্বস্ত সূত্রের খবর হচ্ছে ‘ভালো থেকো’র শুটিং এখনও শেষ হয়নি। তাই ঈদে শাকিব খানের ‘নবাব’ ও ‘রাজনীতি’ এবং কলকাতার নায়ক জিতের ‘বস টুু’ ছবি তিনটিই মুক্তি পাচ্ছে। বাকি ছবিগুলো কেবল আওয়াজেই সীমাবদ্ধ। ঈদে সেগুলো আসছে না প্রেক্ষাগৃহে।

No comments

Powered by Blogger.