রংপুরে ২ কোচের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত, আহত ২০

রংপুরের দমদমা ব্রিজে দুটি কোচের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত এবং ২০ যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় এক ঘন্টা রংপুর-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বড়দরগা হাইওয়ের পুলিশের এসআই হাফিজুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ৭টায় রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা এলাকায় রংপুরগামী খালেক এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো ব-১৪-০৩৩০) নৈশ কোচের সাথে ঢাকাগামী সোনার মদিনা এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব-১৪-৮৭৯৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি কোচেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় খালেক এন্টারপ্রাইজের গাড়ির চালক আনোয়ার হোসেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালায়। এ ঘটনায় আহত অন্তত ২০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পথে আল মদিনা এন্টারপ্রাইজের চালক মারা যায়। তার নাম জানা যায়নি। উদ্ধার তৎপরতার কারণে ওই মহাসড়কে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। অফিসগামী লোকজন হেটে ব্রিজ পার হয়ে তাদের কর্মস্থলে গেছেন।  রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ক্রেন দিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িদুটি ব্রিজ থেকে সরিয়ে নেয়ায় ঘন্টাখানেক পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

No comments

Powered by Blogger.