অভিনয় করি পেশাদারিত্ব নিয়ে

* বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
** আমার বেশ কয়েকটি নাটক প্রচার হচ্ছে। সেগুলোর শুটিং করছি। কিছু দিন আগে কায়সার আহমেদের ‘মহাগুরু’ নাটকের শুটিং করলাম। এছাড়া কয়েকটি খণ্ড নাটকের কাজ করছি।
* ঈদের কাজের কী অবস্থা?
** বিশেষ দিবসগুলোকে ঘিরে একটু বাড়তি ব্যস্ততা থাকে। ঈদে চেষ্টা করি ব্যতিক্রমধর্মী কাজ করতে। ঈদের জন্য এখন বেশ কিছু খণ্ড নাটক শেষ করেছি। এছাড়া বাংলাভিশনের জন্য ঈদের একটি বিশেষ অনুষ্ঠানের শুটিং করলাম।
* গত ঈদে বেশ কিছু ধারাবাহিকসহ খণ্ড নাটকে কাজ করেছেন। এবারও কি সেই ধারা বজায় থাকছে?
** আগেই বলেছি কাজ করার জন্য বিশেষ দিনগুলো মোক্ষম সময়। তবে আগে অনেক কিছু বুঝে না বুঝেই কাজ করতাম। এখন সব কিছু বিবেচনা করে কাজ করি। ভালো চরিত্র আর গল্প অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুরুটা ভালোলাগা থেকে হলেও এখন পুরোপুরি পেশাদারিত্ব থেকেই অভিনয় করি। তাই সংখ্যা নয়, মানের দিক বিবেচনা করেই কাজ করতে চাই।
* অনেক দিন ধরে অভিনয় করছেন, টিভি নাটকের কী অসঙ্গতি আছে বলে মনে করেন?
** আমার কাছে সবচেয়ে বড় সমস্যা হল ভালো পাণ্ডুলিপির অভাব। অভিনয়শিল্পী দিয়ে শুধু নাটক হয় না। আমাদের দেশের নাটকগুলোতে গল্পের ভিন্নতা নেই।
* বিজ্ঞাপনে কাজ করছেন?
** অনেক দিন হল নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করা হয়নি। তবে সামনে করার কথা হচ্ছে। সব কিছু চূড়ান্ত হলে কাজ করব।
* অভিনয় নিয়ে সামনের পরিকল্পনা কী?
** একজন শিল্পী হিসেবে অভিনয় করতে চাই। যে কোনো পর্দায়ই হোক না কেন ভালো কাজ করা গুরুত্বপূর্ণ। নাটকে কাজ করছি সামনে বড় পর্দায় ভালো কাজের সুযোগ পেলে সেখানেও কাজ করার ইচ্ছা আছে।
সাদিয়া ন্যান্সি

No comments

Powered by Blogger.