'বাংলাদেশের সাথে জিতলে হলে সেরাটা দিতে হবে'

ওভালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে সমীহ করার কথা বললেও অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিম স্মিথের ভয় তামিম ইকবালকে নিয়ে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্ভোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক শতক হাঁকিয়েছেন তামিম। এছাড়া পাকিস্তানের বিপক্ষে অনুশীলন ম্যাচেও শতক পেয়েছিলেন তামিম। ফর্মে থাকা তামিমকে নিয়ে ভাবনায় অসিরা। স্মিথ বলেন, “আমি মনে করি, তাদের ব্যাটসম্যানরা ভয়ঙ্কর। অবশ্যই আমরা তামিমের দুর্দান্ত ব্যাটিং দেখেছি।
পাশাপাশি তাদের উইকেটরক্ষক ব্যাটসম্যানও অনেক ভালো। এছাড়া তাদের দলে কিছু উন্নত মানের ক্রিকেটার আছে। মাশরাফি অবশ্যই একজন উচ্চমানসম্পন্ন বোলার।” স্মিথ আরো যোগ করেন, “আপনি খেয়াল করলে দেখবেন তাদের দলে ভয়ঙ্কর কিছু ক্রিকেটার আছে। আগামীকাল (সোমবার) জিততে হলে আমাদের সেরাটা দিতে হবে।”  চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্ভোধনী ম্যাচে ৩০৫ রানের বড় স্কোর করেও ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ভেস্তে গেছে বৃষ্টিতে। টুর্নামেন্টে টিকে থাকতে দুই দলেরই জয়ের বিকল্প নেই। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় খেলাটি শুরু হবে।

No comments

Powered by Blogger.