চীনে হাজার বছরের পুরানো বুদ্ধ মন্দিরের সন্ধান

চীনে আবিষ্কৃত হলো এক হাজার বছরের পুরানো মন্দির। দেশের দক্ষিণ-পশ্চিম সিচুয়ান প্রদেশে এই ‘ফুগান মন্দিরে’র সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। পূর্ব জিন সাম্রাজ্য (৩১৭-৪২০) থেকে দক্ষিণ সং সাম্রাজ্য (১১২৭-১২৭৯) পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়েছিল মন্দিরটি। তাং সাম্রাজ্যের (৬১৮-৯০৭) বিখ্যাত সন্ন্যাসী দাওজুয়ান তার লিপিতে উল্লেখ করেছিলে এই মন্দিরের কথা। বলেছিলেন, তৎকালীন চলতি খরার কবল থেকে উদ্ধার পেতে এ মন্দিরেই নাকি এক আধিকারিক প্রার্থনায় বসেছিলেন। স্বর্গের ঈশ্বর তার ডাকে সাড়া দিয়ে বৃষ্টি নামিয়েছিলেন।
এই কাহিনি থেকেই মন্দিরের নাম হয়েছে ‘ফুগান’। যার অর্থ, ‘আশীর্বাদ পাওয়া’। শুধু দাওজুয়ান নন, মন্দিরের তৎকালীন মাহাত্ম্য সম্পর্কে নিজের কবিতার বর্ণনা করেছেন তাং সাম্রাজ্যের বিশিষ্ট কবি লিউ যুসি। যদিও যুদ্ধের কারণে তাং ও সং সাম্রাজ্যের পর ভগ্নস্তূপে পরিণত হয় মন্দিরটি। চত্বরে বৌদ্ধিক লিপিতে লেখা এক হাজারেরও বেশি ফলক এবং ৫০০-এরও বেশি পাথর পাওয়া গেছে। ভগ্নস্তূপ সরিয়ে মন্দিরের একটি মাত্র জায়গা পর্যটকদের জন্য খালি করে দেয়া হয়েছে। খননকার্যের সময় ৮০টি প্রাচীন কবরস্থানের সন্ধান পাওয়া গেছে, যা ১৬০০-২৫৬ খ্রিস্ট পূর্বাব্দের শাং ও ঝাউ সাম্রাজ্যের বলে মনে করছেন প্রত্নতাত্ত্বিকরা।

No comments

Powered by Blogger.