চান্দিনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষন মামলা

কুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক ঈমাম হোসেন সরকার এর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। গত মাসের ২৫ মে ধর্ষিত ওই নারী কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চেয়ারম্যান ঈমাম হোসেনকে প্রধান আসামী করে ৪জনের বিরুদ্ধে অভিযোগ করেন। ১ জুন (বুধবার) চান্দিনা থানায় মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করা হয়। ঈমাম হোসেন সরকার সুহিলপুর গ্রামের অলি উল্লাহ সরকারের ছেলে। ঘটনার সাথে জড়িত অন্যান্যরা হলেন- সুহিলপুর গ্রামের মৃত আব্দুল মালেক এর ছেলে জুয়েল, শালিখা গ্রামের আব্দুর রহমান এর ছেলে স্বপন ও বশিকপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মিজানুর রহমান। মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে শারমিন গত ২৪ মে বুধবার দুপুরে শারমিন আত্মীয়র বাড়ি থেকে রিক্সা যোগে ইলিয়টগঞ্জ বাস স্টেশন আসার সময় সুহিলপুর ইউপি চেয়ারম্যান ঈমাম হোসেনসহ অন্যান্যরা তাকে আটক করে পালাক্রমে ধর্ষণ করে। এছাড়া ধর্ষিতাকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করার পর তাকে হত্যার উদ্দেশ্যে মারধরসহ শ্বাসরূদ্ধ করে হত্যার চেষ্টা করে। শারমিনকে বহনকারী রিক্সার চালক আশ-পাশের লোকজনকে ডেকে এনে শারমিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, আদালত থেকে মামলা রুজু করার নির্দেশ পাওয়ার পর ইউপি চেয়ারম্যান ঈমাম হোসেনসহ ৪জনকে আসামী করে থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলাটি তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.