সিরিয়া হামলায় ট্রাম্পকে সৌদির সমর্থন

রাসায়নিক অস্ত্র ব্যবহারের জের ধরে সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 'পূর্ণ সমর্থন' দিয়েছে সৌদি আরব। খবর রয়টার্সের। শনিবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সাউদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই কথোপকথনে ট্রাম্প সৌদি বাদশাহকে সিরিয়ার শায়রাত এয়ারফিল্ড লক্ষ্য করে ৫৯টি টমাহোক ক্ষেপণাস্ত্র হামলার বিশদ জানান।
পাশাপাশি সিরিয়ায় মার্কিন হামলা ও যুদ্ধ কৌশল নিয়েও দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হয়। এদিকে, শুক্রবার হামলার পরপরই এক বিবৃতির মাধ্যমে সিরিয়ায় মার্কিন হামলাকে স্বাগত ও পূর্ণ সমর্থন জানায় সৌদি আরব। বিবৃতিতে সৌদি বাদশাহ বলেন, বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এই হামলা 'সাহসী সিদ্ধান্ত'।

No comments

Powered by Blogger.