মিয়ানমারে নৌদুর্ঘটনায় ২০ জনের প্রাণহানি

মিয়ানমারের পশ্চিমাঞ্চলে গতরাতে পোতাশ্রয়ের সঙ্গে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী নৌকা উল্টে গেলে অন্তত ২০ জন প্রাণ হারায়। এদের অধিকাংশই নারী। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানান। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের পশ্চিমে বন্দর নগরী পাথেইনে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ৮০ জন যাত্রী ছিল।
এরা একটি বিয়ের অনুষ্ঠান শেষে ফিরছিল। আঞ্চলিক এমপি অং থু হুই শনিবার সকাল বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এই দুর্ঘটনায় ১৬ নারী ও ৪ পুরুষ প্রাণ হারিয়েছে। এখনো আনুমানিক ৯ জন নিখোঁজ রয়েছে।’ প্রায় ৩০ জনের মতো যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মিয়ানমারে প্রায়ই বড় ধরনের নৌদুর্ঘটনা ঘটে। গত অক্টোবর মাসে এক নৌ দুর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীসহ ৭৩ জন প্রাণ হারায়। সূত্র : বাসস

No comments

Powered by Blogger.