নরওয়েতে বিশ্বের প্রথম জাহাজ টানেল

বিশ্বে প্রথমবারের মতো জাহাজের জন্য টানেল তৈরি করতে যাচ্ছে নরওয়ে। স্টাডল্যানডেট উপদ্বীপে এক হাজার ৭০০ মিটার টানেল পথের মধ্য দিয়ে সমুদ্রের উত্তাল অংশ খুব সহজেই এড়িয়ে যেতে পারবে জাহাজগুলো। ‘স্টাড শিপ টানেল’ নামের এ সুড়ঙ্গ পথে ক্রুজ এবং মালবাহী জাহাজগুলো ১৬ হাজার টনের অধিক মালামাল বহন করতে পারবে। ২০২৩ সালের মধ্যে এটি তৈরি হবে বলে জানিয়েছেন নরওয়ের পরিবহনমন্ত্রী কেতিল সলভিক-ওলসেন। খবর দ্য গার্ডিয়ানের। নরওয়ের উপকূলীয় প্রশাসন জানায়, টানেলের উচ্চতা ৩৭ মিটার এবং প্রস্থ হবে ২৬.৫ মিটার। এ প্রকল্প বাস্তবায়নে ২৭০ কোটি ক্রোনা ব্যয় ধরা হয়েছে।
নরওয়ের পরিবহনমন্ত্রী ওলসেন বলেন, সমুদ্র স্রোত নরওয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করে। গত কয়েক বছর ধরে স্টাডল্যানডেট উপদ্বীপে সমুদ্রপথের আবহাওয়া জাহাজগুলোর জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তিনি আরও বলেন, শহর ও গ্রামের মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এ টানেল পথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ চূড়ান্ত পরিকল্পনা প্রকাশের ক্ষেত্রে চলতি বছর শেষ হয়ে যাবে। তবে এ প্রকল্প বাস্তবায়নে অর্থ প্রস্তুত রয়েছে বলে জানান ওলসেন। টানেল তৈরির প্রকল্প পরিচালক তেরজি এনড্রিসেন বলেন, এটি তৈরিতে প্রায় ৮০ লাখ টন পাথর প্রয়োজন হবে। ২০১৯ সাল নাগাদ নির্মাণকাজ শুরু হবে বলেও জানান তিনি।

No comments

Powered by Blogger.