ব্রাজিলে হলুদ জ্বরে মারা গেছে ২ শ’র বেশি লোক

ব্রাজিলে হলুদ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২ শ’র বেশি লোক। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেই অধিকাংশ লোক মারা গেছে। শুক্রবার ব্রাজিল সরকার একথা জানিয়েছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৬ সালের ডিসেম্বরে ব্রাজিলে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।
এরপর থেকে এ পর্যন্ত হলুদ জ্বরে ২০২ জন মারা গেছে। এদের মধ্যে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে ১৪৮ জন মারা গেছে। স্পিরিতো সান্তো, সাও পাউলো ও রিও ডি জানেরিওতেও হলুদ জ্বরে মৃত্যুর ঘটনা ঘটেছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মহামারির আকারে ছড়িয়ে পড়া এই জ্বর মোকাবেলায় দেশটির কর্তৃপক্ষ দুই কোটির বেশি প্রতিষেধক বিতরণ করেছে।

No comments

Powered by Blogger.