ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতার রাজনীতি নিষিদ্ধ

ভেনিজুয়েলার প্রধান বিরোধী দলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলেসের রাজনীতি আনুষ্ঠানিকভাবে ১৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যাপারে যেসব নেতা আবারো গণভোটের দাবি জানিয়ে আসছেন তাদের সামনের সারিতে রয়েছেন ক্যাপ্রিলেস। তবে এ নিষিদ্ধের ব্যাপারে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ এক সংবাদ সম্মেলনে ক্যাপ্রিলেস বলেন, মিরান্দা রাজ্যের গভর্নর হিসেবে তিনি তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। এর প্রতিবাদে তিনি শনিবার বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছেন।
উল্লেখ্য, আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে ক্যাপ্রিলেস প্রেসিডেন্ট মাদুরোকে পরাজিত করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রাজধানী কারাকাসে বিরোধী দলের নেতৃত্বে কয়েকটি বড় ধরনের বিক্ষোভ-সমাবেশ আয়োজনের এক সপ্তাহ পর তার রাজনীতি করার ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হলো। এদিকে বৃহস্পতিবার বিক্ষোভ চলাকালে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়। ভেনিজুয়েলার বিরোধী দলীয় বিশিষ্ট রাজনীতিবিদদের বিরুদ্ধে সরকারের এ ধরনের পদক্ষেপের সর্বশেষ শিকার হেনরিক ক্যাপ্রিলেস।

No comments

Powered by Blogger.