নিলাম ডাকের আগেই কালভার্ট উধাও!

বগুড়ার শেরপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি পুরাতন কালভার্ট নিলাম ডাকের আগেই এর ইট ও রড উধাও হয়ে গেছে। জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা-গজারিয়া সড়কের মোবাইল টাওয়ারের নিকট খালের উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত একটি পুরাতন কালভার্ট নিলামের জন্য গত ২২ মার্চ বগুড়ার একটি স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয় (স্মারক নং এলজিইডি/উপ্রে-শের/বগ/২০১৭/১২৮)। বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২৭ মার্চ বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকাশ্যে নিলাম ডাক অনুষ্ঠিত হবার কথা থাকলেও সেদিন কোন নিলাম ডাক অনুষ্ঠিত হয়নি। নিলাম ডাক অনুষ্ঠিত না হলেও গত কয়েকদিনে পুরাতন সেই কালভার্টটির ইট, রড উধাও হয়ে গেছে। খানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবীব আম্বীয়া জানান, নিলাম ডাক হওয়ার আগেই কালভার্টটি ভেঙ্গে লাখ লাখ টাকার ইট লোপাট করা হচ্ছে অথচ শেরপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানান। গত মঙ্গলবার বিকালে শালফা-গজারিয়া সড়কে গিয়ে দেখা গেছে, কালভার্টটি ভেঙ্গে ফেলে তার পুরাতন ইট ভ্যানে করে নিয়ে যাচ্ছে শ্রমিকেরা। তারা জানান, উপজেলা প্রকৌশলীর মৌখিক নির্দেশে জনৈক ব্যক্তি পুরাতন কালভার্টটি ভেঙ্গে ইট ও রড বিক্রি করে দিয়েছেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী নুর মোহাম্মাদ জানান, ৬ এপ্রিল বৃহস্পতিবার উক্ত কালভার্টের নিলাম ডাক অনুষ্ঠানের কথা রয়েছে। কালভার্ট ভেঙ্গে ফেলার ঘটনাটি তিনি দুই একদিন আগে শুনেছেন। তিনি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।

No comments

Powered by Blogger.