জয় দিয়ে শুরু হায়দরাবাদের

প্রথম ম্যাচেই দুরন্ত জয় পেল মোস্তাফিজদের দল সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে ৩৫ রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ‌৪ উইকেটে ২০৭। জবাবে ব্যাঙ্গালোর গুটিয়ে গেল ১৭২ রানে। হায়দরাবাদ গতবারের চ্যাম্পিয়ন, ব্যাঙ্গালোর ছিল রানার্স। বুধবার চ্যাম্পিয়নের মতোই খেলল হায়দরাবাদ। এই জয়ে বড় ভূমিকা নিলেন যুবরাজ সিং। তার ২৭ বলে ৬২ রানের ইনিংসে ছিল ৩টি ছয়, ৭টি চার। র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে ফিল্ডিং নেয়। অধিনায়ক ডেভিড ওয়ার্নার (‌১৪)‌ ফিরে গেলেন দ্বিতীয় ওভারেই। দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ান ও হেনরিক্স তুললেন ৭৪ রান। ৩১ বলে ৪০ করলেন শিখর। হেনরিক্সের ৫২ এল ৩৭ বলে। ইনিংসে ২টি ছয়, ৩টি চার। তবে হায়দরাবাদের ইনিংসের সেরা চমক অবশ্যই যুবরাজ সিং। শুরু থেকেই চেনা ছন্দে। মাত্র ২৩ বলে পেরিয়ে গেলেন পঞ্চাশের গন্ডি।
যখন আউট হলেন, স্কোরবোর্ডে তাঁর রান ২৭ বলে ৬২। শেষদিকে দীপক হুডা ও বেন কাটিং টেনে নিয়ে গেলেন ২০৭ পর্যন্ত। দুজনেই অপরাজিত রইলেন ১৬ রানে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে জয়ের লক্ষ্য ছিল ২০৮। বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের মতো দুই তারকা ব্যাটসম্যান নেই। কাজটা কিছুটা কঠিনই ছিল। তবু ক্রিস গেইলের ব্যাটে ঝড় উঠলে এমন অনেক হিসেব উল্টে যায়। ঝড় ওঠা শুরুও হয়েছিল। তিনি ফিরে গেলেন ৩২ রানে। তখনই ম্যাচের নিয়ন্ত্রণ হায়দরাবাদের দখলে অনেকটাই চলে আসে। মনদীপ ২৪, হেড ৩০, কেদার যাদব ৩১, ওয়াটসন ২২। কেউই জয়ের রাস্তায় নিয়ে যেতে পারলেন না। কোহলি বা ডিভিলিয়ার্সের না থাকাটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াল। নেহরা, ভুবনেশ্বর ও রশিদ খান নিলেন দুটি করে উইকেট।

No comments

Powered by Blogger.