বাকৃবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৮

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদল নেতাকর্মীদের লিফলেট বিতরনের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ-ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংর্ঘষের ঘটনায় ছাত্রলীগের ৮ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে হর্টিকালচার সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চার জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘঁনার পর ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং জড়িত ছাত্রদল নেতাকর্মীদের শাস্তির দাবি জানান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার দাবি নিয়ে লিফলেট বিতরণ করে বাকৃবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় লিফলেট বিতরণের নেতৃত্ব দেন ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি রুহুল আমিন। তিনি ও তার সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সোহরাবসহ ছাত্রদল কর্মীরা একই লিফলেট বিতরণ করতে থাকেন। খবর পেয়ে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী প্রধান ফটকে গিয়ে লিফলেট বিতরণে বাধা দেন। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ছাত্রলীগ কর্মীদের ধাওয়া করে হর্টিকালচার সেন্টারে নিয়ে যান। পরে সেখানে ছাত্রলীগের কর্মীদের বেধড়ক পেটানো হয়। এতে ছাত্রলীগের ৮ জন নেতাকর্মী আহত হন। আহতরা হলেন আশিক মাহমুদ,
হাসান বিশ্বাস নীরব, রাসেল আহাম্মেদ, বিকাশ ঘোষ, কামরুল হাসান সিদ্দিকী, আলমগীর রায়হান জুয়েল, ইমতিয়াজ আবীর ও শামীম আকরাম। আহতদের মধ্যে চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অপর চার জনকে বিশ্ববিদ্যালয় হেলথ কেয়ার সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের কর্মীরা লাঠি-সোটা নিয়ে বিক্ষোভ মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকে। এ সময় তারা ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনায় জড়িত ছাত্রদল সন্ত্রাসীদের দ্রুত শাস্তির দাবি করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন উপস্থিত হয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করেন। এ সময় প্রসাসনের আশ্বাসে তারা ক্যাম্পাসে ফিরে আসেন। এ বিষয়ে বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও জঙ্গিবাদ মোকাবেলায় বিশাববিদ্যালয় শাখা ছাত্রলীগ যখন সাধারণ ছাত্রদের নিয়ে কাজ করে যাচ্ছে তখন ছাত্রদলের সন্ত্রাসীরা বিশৃংখলা সৃষ্টি করার জন্য বিভ্রান্তিকর লিফলেট বিতরণ নাটক করেছে। বিশৃঙ্খলা ঠেকাতে গিয়ে ছাত্রলীগের কর্মীরা আহত হয়েছেন। প্রশাসনের কাছে এ ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদলের সন্ত্রাসীরা বিচার দাবি করছি। বাকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জনি বলেন, সুশৃঙ্খলভাবে লিফলেট বিতরণে ছাত্রলীগের কর্মীরা বাধা দেয়। এক পর্যায়ে তারা হামলা চালাতে শুরু করলে আমরা প্রতিহত করার চেষ্টা করি। এ বিষয়ে বাকৃবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাঙ্খিত। তদন্ত করে জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

No comments

Powered by Blogger.