ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করল: চীন

বিবদপূর্ণ অরুণাচল প্রদেশে দালাইলামাকে ঢুকতে দিয়ে ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরাল বলে মন্তব্য করেছে চীন। ‘একগুঁয়েভাবে’ তাকে প্রদেশটিতে ঢুকতে দেয়ার প্রতিবাদে ভারতীয় কর্তৃপক্ষের কাছে একটি কূটনৈতিক প্রতিবাদলিপিও দিয়েছে দেশটি। খবর টাইমস অব ইন্ডিয়ার। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং সাংবাদিকদের বলেন, ‘ভারত-চীন সীমান্তের বিরোধপূর্ণ এলাকায় দালাইলামাকে ঢুকতে দিয়ে চীনের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করল ভারত।’ এ নিয়ে বেইজিংয়ে ভারতের রাষ্ট্রদূত বিজয় গোখলের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদপত্রও দিয়েছে চীন।
এর আগেও এ ইস্যুতে বেশ কয়েকবার ভারতে হুশিয়ারি দিয়েছে চীন। এর জেরে ভারতকে ভুগতে হবে, দালাইলামাকে নিয়ে মাতামাতির ফল ভালো হবে না- এ জাতীয় ভাষাও ব্যবহার করেছে দেশটি। এর প্রতিক্রিয়ায় ভারত মন্তব্য করেছে, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা বন্ধ করুন। দালাইলামার অরুণাচল সফর নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য করবেন না।

No comments

Powered by Blogger.