ধর্মপাশায় ১৯০ বস্থা সরকারি চাল জব্দ

অকাল বন্যায় উপজেলার সব কটি হাওর তলিয়ে জাওয়ায় অসাধু সিন্ডিকেট চাল ব্যবসায়ীরা ১৫শ টাকা বস্থার চাল ২৬শ টাকায় বিক্রি করছে। এসব চাল ব্যবসায়িদের নিয়ন্ত্রনে আনতে গিয়ে গত ৪ এপ্রিল মঙ্গলবার সন্ধায় ভ্রাম্যমান কোট পরিচালনায় ১৯০বস্থা চাল জব্দ করা হয়। জব্দকৃত চাল ও বস্থা সরকারি খাদ্য গুদামের বলে প্রমানিত হয়েছে। এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার। জব্দকৃত চাল ছিজার লিষ্ট করে পুলিশ হেফাজতে খাদ্য গুদামে জমা রাখা হয়েছে। ব্যবসায়ী আনোয়ার হোসেন পুলিশ কাষ্টরির মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, জব্দকৃত ১৯০বস্থা চালের বস্থঅর গায়ে লিখা ছিল খাদ্য অধিদপ্তরের জন্য উৎপাদিত। এবং এসপাটের মাধ্যমে প্রমানিত হয়েছে চাল গুলো খাদ্য গুদামের সংরখনকৃত।
বিধায় ভূক্তা আইনে ওই অসাধু চাল ব্যবসায়ী সিন্ডিকেট তৈরীকরে ১৫শ টাকা বস্থার চাল প্রতি বস্থা ২৬শ টাকায় বিক্রি করছে। সংবাদ পেয়ে গতকাল ৫এপ্রিল মঙ্গলবার সন্ধার পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুন খন্দকা ভ্রাম্যমান কোট পরিচালনা করে খয়দিরচর গ্রামের আব্দুল গনির ছেলে ধর্মপাশা বাজারের অসাধু চাল ব্যবসায়ি মোঃ আনোয়ার হোসেনের (৩৫) এর চালের দোকানে অভিযান চালিয়ে ১৯০বস্থা চাল জব্দকরে ছিজার লিষ্টের মাধ্যমে এসব চাল পুলিশ হেফাজতে খাদ্য গুদামে জমা রাখা হয়। ব্যবসায়ি মোঃ আনোয়ারকে পুলিশ হেফাজতে নিয়ে জেল হাজতে প্রেরনেরূ নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যার্ড (ইউএনও) মোঃ মামুন খন্দকার।

No comments

Powered by Blogger.