বাংলাদেশের নদী নিয়ে গবেষণা করবেন ভারতীয় বিজ্ঞানীরা

বাংলাদেশের নদী নিয়ে গবেষণা করবেন ভারতীয় বিজ্ঞানীরা। গবেষণার মাধ্যমে তথ্য সংগ্রহ করে বঙ্গোপসাগরের ‘ডেড জোন’ বা প্রায় অক্সিজেনশূন্য স্থানসমূহ খুঁজে বের করতে কাজ করবেন তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। গবেষণার লক্ষ্যে ভারতের গোয়াভিত্তিক জাতীয় সমুদ্রবিদ্যা ইনস্টিটিউট (এনআইও) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এনআইওর পরিচালক ড. সডব্লিউএ নাকভি বলেন, বঙ্গোপসাগরে ১৫০ মিটার থেকে ৬০০ মিটার পুরু অক্সিজেন-মিনিমাম স্তর রয়েছে। এখানেই অক্সিজেন থাকে শূন্যের কাছাকাছি। তিনি আরও জানান, বাংলাদেশের কৃষিজমি থেকে নাইট্রোজেন ক্রমেই যাচ্ছে নদীতে। এ নদীগুলোই আবার সমুদ্রে গিয়ে মিশে। এর ফলেই বঙ্গোপসাগরে কমছে অক্সিজেন। ড. নাকভি আরও বলেন, আমরা মনে করি, যেহেতু জমিতে ক্রমাগত সার ব্যবহার করা হচ্ছে, সে ক্ষেত্রে অক্সিজেনহানি আরও ঘটতে পারে। এর ফলে প্রভাব পড়তে পারে পরিবেশ ও বাস্তুসংস্থানতন্ত্রে। এ জন্যই আমরা আগ্রহী। আমরা নদী হয়ে বঙ্গোপসাগরে নাইট্রোজেনের প্রবেশের বিষয়ে আগ্রহী। আর যেহেতু বড় সব নদীই বাংলাদেশেই বইছে, সেহেতু এখানে গবেষণা করতে হবে। পানিতে অক্সিজেনের পরিমাণ বের করতে হবে আমাদের।

No comments

Powered by Blogger.