খালেদা-গিবসন বৈঠক, পরিণতি সম্পর্কে সব পক্ষকে পরিপূর্ণভাবে ভাবার আহ্বান ব্রিটিশ হাইকমিশনারের

(চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন। এ সময় তাঁরা বৈঠক করেন। খালেদা জিয়া গত ৩ জানুয়ারি রাত থেকে তাঁর কার্যালয়ে অবস্থান করছেন। ছবি: বিএনপি কার্যালয় থেকে সংগৃহীত) চলমান রাজনৈতিক সঙ্কটে সকল পক্ষকে তাদের কর্মের পরিণতি সম্পর্কে পরিপূর্ণভাবে ভাবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে পড়ে শোনানো এক লিখিত বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। গিবসন বলেন, আমি ক্রমাগতভাবে সকল পক্ষকে আহ্বান জানিয়ে আসছি- যেন তারা তাদের কর্মের পরিণতি সম্পর্কে পরিপূর্ণভাবে ভাবেন এবং দেশের জাতীয় স্বার্থহানিকর কাজ থেকে বিরত থাকেন। আমি সকল পক্ষকে আরও আহ্বান জানাই, স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সবাই যেন আস্থা গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। যা দেশের বর্তমান অস্থিরতা নিরসন করবে। তিনি বলেন, দীর্ঘমেয়াদে আমি প্রত্যাশা করি- এই আস্থা গড়ে তোলার প্রক্রিয়া জোরদার হবে। যা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সহিংসতা ও বিঘ্ন সৃষ্টির যে অভ্যাসগত চরিত্রায়ণ ঘটেছে তার বিলুপ্তি ঘটাবে। এবং সকল বৈধ রাজনৈতিক কর্মকা- শান্তিপূর্ণভাবে পালনকে অনুমোদন করবে। গিবসন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, উন্নয়ন ও অগ্রযাত্রায় সংকল্পবদ্ধ। এতে এখন এবং আগামীতেও আমরা অংশীদার। আমি আগে যেমনটা বলেছি, এই সহিংসতা ও বাংলাদেশের সকল মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার ঘটনা চলতে থাকা দুঃখজনক এবং নিন্দনীয়। তিনি বলেন, আমি আরাফাত রহমান কোকো’র প্রয়াণে বিএনপির সম্মানিত চেয়ারপারসনকে তাঁর সন্তান হারানোর জন্য সমবেদনা জানিয়েছি। এর আগে বিকাল ৫টা থেকে প্রায় এক ঘণ্টা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন তিনি। বিএনপি চেয়ারপারসন কার্যালয় সূত্র জানায়, খালেদা জিয়া ও বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন ওয়ান টু ওয়ান বৈঠক করেছেন। একতরফা ১০ম জাতীয় নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে ৩রা জানুয়ারি থেকে নিজের কার্যালয়ে পুলিশি ব্যারিকেডে অবরুদ্ধ হন খালেদা জিয়া। তিনি ৫ই জানুয়ারি কর্মসূচিতে অংশ নিতে কার্যালয় থেকে বের হতে বাধা পাওয়ার পর অনির্দিষ্টকালের অবরোধ ও দফায় দফায় হরতাল কর্মসূচি পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল। পরে পুলিশ ব্যারিকেড তুলে নিলেও কার্যালয়েই অবস্থান করছেন তিনি। আর ৩রা জানুয়ারির পর প্রথম বিদেশী কূটনীতিক হিসেবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বৃটিশ হাইকমিশনার। তার সাক্ষাৎ করতে যাওয়াকে কেন্দ্র করে ৩৯ দিন পর খালেদা জিয়ার কার্যালয়ের মূল ফটক খোলা হয়।

No comments

Powered by Blogger.