লাতিন ছন্দে দুর্বার বার্সেলোনা

মৌসুমের শুরু থেকেই ফর্মের চূড়ায় আছেন মেসি ও নেইমার। রোবাবর জ্বলে উঠলেন লুইস সুয়ারেজও। বার্সেলোনার লাতিন ত্রয়ী একসঙ্গে জ্বলে উঠলে প্রতিপক্ষের কী অবস্থা হয়, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে অ্যাথলেটিক বিলবাও। পরশু লা লীগায় বিলবাওকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের (৫৪) সঙ্গে ব্যবধান এক পয়েন্টে কামিয়ে এনেছে বার্সা (৫৩)। মেসি, নেইমার ও সুয়ারেজের পাশাপাশি পেড্রোও করেছেন এক গোল। অপর গোলটি আত্মঘাতী।
সব মিলিয়ে এটি বার্সার টানা নবম জয়। আগের দিন রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় ব্যবধান কমিয়ে আনার সুবর্ণ সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে কাতালানরা। দলের পাঁচটি গোলেই অবদান রেখে বিলবাওয়ের সর্বনাশ করেছেন মূলত মেসিই। বিলবাওয়ের মাঠে ফ্রিকিকে চলতি মৌসুমে নিজের ৩৩তম গোল করে ১৬ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন মেসি। ২৬ মিনিটে তার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। দ্বিতীয়র্ধে জমে ওঠে ম্যাচ। ছয় মিনিটেই চার গোল! ৬০ মিনিটে মিকেল রিকোর গোলে ব্যবধান কমায় বিলবাও। পরের মিনিটেই মেসির হেড ক্লিয়ার করতে গিয়ে আÍঘাতী গোল করে বসেন ডি মার্কোস। ৬৫ মিনিটে মেসির পাস থেকে ব্যবধান ৪-১ করেন নেইমার। ৬৬ মিনিটে আদুরিজের গোলে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও শেষ অবধি ঘুরে দাঁড়াতে পারেনি বিলবাও। উল্টো ৮৬ মিনিটে মেসির আরেকটি আক্রমণ থেকে পেড্রোর লক্ষ্যভেদে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। একই দিনে গেটাফের কাছে সেভিয়া ২-১ গোলে হেরে যাওয়ায় একই ব্যবধানে এস্পানলকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে ভ্যালেন্সিয়া।
ইংলিশ প্রিমিয়ার লীগে হারতে হারতে ওয়েস্ট হ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ। ডিলে ব্লাইন্ডের শেষ মুহূর্তের গোলে নিশ্চিত হার এড়ায় রেডডেভিলরা। তাতে অবশ্য সাউদাম্পটনকে (৪৫) হটিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান পুনরুদ্ধার করতে পারেনি ম্যানইউ (৪৪)। ফরাসি লীগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিঁওর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চ্যাম্পিয়ন পিএসজি। লিঁওর মাঠে পিএসজিকে এক পয়েন্ট এনে দিয়েছেন জ­াটান ইব্রাহিমোভিচ। সেরি-এ লীগে টানা চার ম্যাচে হোঁচট খাওয়ার পর জয়ের ধারায় ফিরেছে রোমা। কাগলিয়ারিকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে তারা। তিনে থাকা নাপোলি ৩-১ গোলে হারিয়েছে উদিনেসকে। এছাড়া ইকার্দির জোড়া গোলে পালেরমোর বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে ইন্টার মিলান। এএফপি।

No comments

Powered by Blogger.