খালেদা গ্রেপ্তার হলে রাজনীতি অন্যদিকে মোড় নিতে পারে -ড. শাহদীন মালিক

দেশ আসলে কোন দিকে যাচ্ছে? এক কথায় এর কোন উত্তর নেই। কারণ, আমরা দেখছি যে পরিস্থিতি প্রায়শই বদলাচ্ছে। মাসখানেক আগে অবরোধ-সন্ত্রাসের যে তীব্রতা ছিল সেটা কমে গেছে। কিন্তু বিভিন্নভাবে প্রাণহানি কমছে না। বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হলে রাজনীতি অন্যদিকে মোড় নেয়ার সম্ভাবনা আছে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বক্তব্য, গ্রেপ্তার, রিমান্ড এসব বিষয়ে পক্ষে-বিপক্ষে তুমুল আলোচনা হচ্ছে। তবে সরকারের চেষ্টা সত্ত্বেও সঙ্কট দ্রুত নিরসনের আশা কম। মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, বিরোধী দলের টানা হরতাল-অবরোধে অর্থনীতিতে এক লাখ ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশের ব্যাপারে উদ্বেগ এবং আলাপ-আলোচনার তাগিদ অব্যাহত রয়েছে। এসব তাগিদে কোন কাজ হয় কি না তা-ই এখন দেখার বিষয়।
নোট: ড. শাহদীন মালিক সুপ্রিম কোর্টের আইনজীবী, মানবাধিকারকর্মী ও আইনের শিক্ষক।

No comments

Powered by Blogger.