২০১৮ বিশ্বকাপে সরাসরি বাছাই পর্বে খেলবে বাংলাদেশ

এশিয়ান ফুটবল কনফেডারেশনের নতুন নিয়ম অনুযায়ী সরাসরি বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে পারবে বাংলাদেশ। এশিয়ার শীর্ষ ৩৪ দল খেলবে ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে। বাংলাদেশের সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী এশিয়ার ৩৪তম দল হলো বাংলাদেশ। তাই ২০১৮ বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বে আর খেলতে হচ্ছে না বাংলাদেশকে। নতুন নিয়ম অনুযায়ী,
বর্তমান এশিয়ান কনফেডারেশনের ৪৬টি দলের বাকি ১২টি দলকে প্রাক বাছাই পর্বে খেলতে হবে। এই প্রাক বাছাই পর্ব থেকে ৬টি দল যোগ দেবে শীর্ষ ৩৪ দলের তালিকায়। এই ৪০টি দলকে নিয়ে ৮টি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাই পর্ব। সেই অনুসারে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ১০টি ম্যাচ ডে নির্ধারণ করে দিয়েছে। যেগুলো ২০১৫ জুন থেকে ২০১৬ জুন পর্যন্ত বিস্তৃত। এই সময়ে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে প্রতিটি দলকে ৮টি ম্যাচ খেলতে হবে। এর অর্থ দাঁড়াচ্ছে বাংলাদেশের আগামী ২০১৬ জুন পর্যন্ত ৮টি ম্যাচ নিশ্চিত।

No comments

Powered by Blogger.