অবরোধে সহিংসতা, অগ্নিসংযোগ, ‘দেশের পরিস্থিতি অস্বাভাবিক নয়’ -হানিফ

বিরোধী জোটের অনির্দিষ্টকাল অবরোধের ১৫তম দিনেও দেশের বিভিন্ন স্থান থেকে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। রাজশাহীতে নিরাপত্তাবাহিনীর পাহারায় থাকা বাসে পেট্রোল বোমা নিক্ষেপে মা-মেয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। রাজধানীর শনির আখড়ার কাজলারপাড় এলাকায় মুক্তিযুদ্ধ  প্রজন্ম লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই সময়ে ওই এলাকায় একটি পিকআপ ভ্যানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সকালে শাহজাদপুরে সড়ক অবরোধ করে শিবির কর্মীরা। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। গভীর রাতে খিলগাঁওয়ে একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ওদিকে, গত রাত সোয়া ১২টার দিকে রাজশাহীর ভদ্রা ভাংড়িপট্টি এলাকায় নিরাপত্তা বাহিনীর পাহারায় থাকা গাড়িবহরের মধ্যে পেট্রোল বোমা হামলা চালানো হয়। এতে ঢাকাগামী একটি বাসে আগুন লেগে গেলে দগ্ধ হন আম্বিয়া বেগম (৪৫) ও তার মেয়ে রিফাত (১৭)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
‘দেশের পরিস্থিতি অস্বাভাবিক নয়’ -হানিফ
দেশে কোন রাজনৈতিক সংকট নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, বর্তমানে দেশের পরিস্থিতি অস্বাভাবিক নয়। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়া দেশকে ব্যর্থ বানাতে ‘উন্মাদ’ হয়ে গেছেন। সোমবার তিনি ফের মানুষ মারার রাজনীতির আহ্বান জানিয়েছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সরকারের ওপর চাপিয়ে খালেদা জিয়া ‘নির্লজ্জ মিথ্যাচার’ করছেন। তিনি মানুষ হত্যার নিষ্ঠুর রাজনীতি করছেন। দেশে কোন রাজনৈতিক সংকট নেই মন্তব্য করে সংবাদ সম্মেলনে হানিফ বলেন, পেট্রল বোমা দিয়ে মানুষ মারা কী রাজনৈতিক সংকট? খালেদা জিয়া কী এগুলোকে রাজনৈতিক কর্মকা- মনে করেন? এগুলোতো সন্ত্রাসী কর্মকা-। এসব কর্মকা- বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে। হানিফ বলেন, দেশের পরিস্থিতি অস্বাভাবিক নয়। জঙ্গিবাদী ও নাশকতামূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ আইন-শৃঙ্খলা বাহিনী করবে। এখন যে পরিস্থিতি বিরাজ করছে তা দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। বিএনপির সভা-সমাবেশ করা প্রসঙ্গে তিনি বলেন, কোথায় বিএনপিকে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না? গত এক বছরে খালেদা জিয়া ১১টি জনসভা করেছেন। বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে বোমাবাজি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য আমরা বলেছি, জড়িতদের পাশাপাশি হুকুমদাতাদেরও বিচার হবে। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.