নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হরতাল-অবরোধের মধ্যে সহিংসতাকারী, গাড়িতে অগ্নিসংযোগকারী, হাতবোমা ও পেট্রলবোমা নিক্ষেপকারীকে ধরিয়ে দিলে পুরস্কার দেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ঘোষণা আসছে। তবে পুরস্কারের মূল্যমান সম্পর্কে কিছু বলেননি তিনি। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। ভাইবার, ট্যাঙ্গোসহ মোবাইলভিত্তিক কয়েকটি ইন্টারনেট অ্যাপ্লিকেশন বন্ধ করে দেয়ার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা প্রচলিত মোবাইল  ফোন ছেড়ে টুইটার, ই-মেইলসহ বিভিন্ন মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করছে। তাদের শনাক্ত করতেই এসব বন্ধ করা হয়েছে। এর আগে ‘নিরাপত্তাজনিত কারণে’ গত দুইদিনে ইনস্ট্যান্ট মেসেজিং ও ভিওআইপি অ্যাপ্লিকেশন ভাইবার, ট্যাঙ্গো, হোয়াটস অ্যাপ, মাইপিপল ও লাইন-এর সেবা বন্ধ করে দেয়া হয়। এদিকে রাজধানীতে পর পর দুই রাতে কথিত বন্দুকযুদ্ধে দুজনের নিহতের ঘটনায় পুলিশের কাজে সমর্থন জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী ও ছাত্রদলের ওই দুজন ‘ভয়ানক সন্ত্রাসী’। এই হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ বলতে নারাজ প্রতিমন্ত্রী দাবি করেন, এটা ক্রসফায়ার নয়। তারা ভয়ানক সন্ত্রাসী। পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। পুলিশ বাধ্য হয়েই তাদের গুলি করেছে।

No comments

Powered by Blogger.