ঢাকা খুলনা ও সিলেটে হরতাল চলছে, শিবিরের অবরোধ বিক্ষোভ

বিএনপির’র ডাকে রাজধানী ঢাকা ও খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ জেলায় টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। আজ  ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এই হরতালের  কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই দুই বিভাগের বিভিন্ন জেলায় বিশেষ করে রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদল নেতা জনিসহ যৌথ বাহিনীর অভিযানে ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গুম-খুন-হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এই হরতালের ডাক দেয়া হয়। টানা অবরোধের ১৬তম দিনে এই হরতালের শুরুতে আজ সকাল থেকেই রাজধানীর জীবন যাত্রায় বেশ প্রভাব ফেলেছে। রাজধানীর অভ্যন্তরীন রুটের কিছু যানবাহন চলাচল করলেও তা সংখ্যায় বেশ কম। হরতালের সমর্থনে জোরালো কোন পিকেটিং দেখা না গেলেও রাস্তায় মানুষের চলাচল তেমন উল্লেখযোগ্য নয়। সকালে রাজধানীর ব্যস্ততম যাত্রাবাড়ী,সায়েদাবাদ, গুলিস্তান, পুরানা পল্টনমোড়, শাহবাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব এলাকায় সকালে কোন ধরনের ট্রাফিক সিগন্যাল বা সামান্যতম যানজট দেখা যায়নি। দূরপাল্লার পরিবহন বরাবরের মত বন্ধ রয়েছে। সব মিলিয়ে সকাল থেকে রাজধানীর রাজপথ অন্যদিনের তুলনায় বেশ ফাঁকাই পরিলক্ষিত হচ্ছে। এদিকে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল পালনের খবর পাওয়া গেছে। যৌথবাহিনীর অভিযানে নেতাকর্মীদের হত্যা এবং সারা দেশে নিপীড়নের প্রতিবাদে আজ কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। এ ছাড়া নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটে সকাল-সন্ধ্যা এবং সাবেক এমপি নাদিম মোস্তফাকে গ্রেপ্তার ও চার দিনের রিমান্ডে নেয়ার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় অর্ধদিবস হরতাল ডেকেছে ২০ দল। টানা অবরোধের সঙ্গে হরতালের ঘোষণা দেয়ায় গতকাল সন্ধ্যা থেকেই রাজধানীতে যান চলাচল কমে যায়। আতঙ্কে রাতে ফাঁকা হয়ে যায় রাজধানীর রাজপথ। ইতিপূর্বে অবরোধে ঢাকার আশপাশে কিছু বাস এবং মিনিবাস চললেও গতকাল সন্ধ্যা থেকেই এসব যান চলাচল বন্ধ হয়ে যায়।
বাড্ডা ও ধোলাইখালে শিবিরের অবরোধ বিক্ষোভ
২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের চলমান অবরোধের ১৬তম দিনে রাজধানীর বাড্ডায় রাস্তায় আগুন দিয়ে রাজপথ অবরোধ করেছে ঢাকা মহানগর উত্তরের বাড্ডা অঞ্চলের শিবির নেতাকর্মীরা। সকাল সাড়ে ৮টায় বাড্ডার হোসেন মার্কেটের সামনে অবরোধের সমর্থনে মিছিল করে শিবির। এসময় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করে তারা। বাড্ডা দক্ষিণ থানা শিবির সভাপতি জাকির হোসাইন ও বাড্ডা উত্তর থানা সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে অবরোধে উপস্থিত ছিলেন শিবির নেতা ইবরাহীম, মহিউদ্দিন। প্রায় একই সময় অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে পুরান ঢাকায় রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতাকর্মীরা। তারা পুরান ঢাকার ধোলাইখালে এ বিক্ষোভ করে। এসময় মিছিলে নেতৃত্ব দেন, জবি শিবির সভাপতি আব্দুল্লাহ ইবনে হুসাইন, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক জুনায়েদ।

No comments

Powered by Blogger.