তসলিমার ভিসা বাতিলের আবেদন ভারতের সুপ্রিম কোর্টে প্রত্যাখ্যান

বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ভিসা বাতিলের এক আবেদন প্রত্যাখ্যান করেছে ভারতের সুপ্রিম কোর্ট। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। তসলিমার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে ভারতের সর্বোচ্চ আদালতে তার ভিসা বাতিলের আবেদন করে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস ও সোশাল জাস্টিস ফ্রন্ট। তসলিমা ফরেনার্স অ্যাক্টের কতিপয় শর্ত লঙ্ঘন করেছেন বলে তারা অভিযোগ করে। এ আবেদনের প্রেক্ষিতে, বিচারপতি ভি গোপালা গাওড়া ও বিচারপতি আর বানুমতির বেঞ্চ প্রশ্ন রাখে, ‘এটা কিভাবে আমলে নেয়া যেতে পারে? আপনাদের উচিত হাইকোর্টে যাওয়া। আমরা এ আবেদন গ্রহণ করবো না।’ আদালতে আবেদন দাখিল করা হয় আইনজীবী নাফিস আহমাদ সিদ্দিকীর মাধ্যমে। এতে নিয়ম লঙ্ঘনের কারণে তসলিমাকে বিচারের পাশাপাশি তাকে দেশে ফেরত পাঠানোর আবেদন জানানো হয়। আবেদনে বলা হয়, ২০১৩ সালের ডিসেম্বরে একটি বাংলা চ্যানেল তসলিমার লেখা গল্পের ওপর নির্মিত টিভি সিরিয়াল সম্প্রচার বন্ধ করে দেয়। পরে ২০১৪ সালে ফরেনার্স অ্যাক্টের বিধিনিষেধ সত্ত্বেও মুম্বই ফিল্ম ফেস্টিভালে ‘নির্বাসিত’ নামে তার একটি ছবি মুক্তি দেন তসলিমা। ৫১ বছরের তসলিমাকে এর আগে আগস্ট মাস পর্যন্ত এক বছরের ভিসা অনুমোদন দেয় ভারত। উল্লেখ্য, বাংলাদেশ থেকে নির্বাসিত তসলিমা সুইডেনের নাগরিক। ২০০৪ সাল থেকে তিনি নিয়মিত ভারতের ভিসা পেয়ে আসছেন।

No comments

Powered by Blogger.