৬ মাসের মধ্যে জাতীয় সম্প্রচার আইন

আগামী ৬ মাসের মধ্যে জাতীয় সম্প্রচার আইন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, পৃথিবীর সব দেশেই গণমাধ্যমগুলো নীতিমালার ভিত্তিতে চলে। আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশেও চূড়ান্ত আইন প্রণয়ন করা হবে। সম্প্রচার আইন করার পরই সম্প্রচার কমিশনও গঠন করা হবে। গতকাল সংসদ অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে সরকারদলীয় এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষা এবং অংশীজনদের সঙ্গে আলোচনা করেই জাতীয় সম্প্রচার নীতিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে। নীতিমালাটি চূড়ান্ত করতে বিশিষ্টজনদের নিয়ে গঠিত কমিটি একটি সুপারিশও দিয়েছে। এসব সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করেই নীতিমালাটি আইন আকারে সংসদে উত্থাপন করা হবে। শওকত চৌধুরীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, সম্প্রচার আইন প্রণীত হওয়ার পরই সম্প্রচার কমিশন গঠন করা হবে। এ কমিশন স্যাটেলাইট টেলিভিশনে প্রচারিত বিষয়বস্তুর মানদণ্ড, বিজ্ঞাপন প্রচারের সময়কাল নির্ধারণসহ নীতিমালা ও আইন বাস্তবায়ন করবে। তিনি আরও জানান, বেসরকারি টিভিতে বিজ্ঞাপন বেড়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করা যায় না। বিজ্ঞাপন প্রচারের সুষ্ঠু বণ্টন নিশ্চিতকল্পে ‘জাতীয় সমপ্রচার নীতিমালা ২০১৪’তে বিজ্ঞাপন নীতিমালা শিরোনামে একটি অধ্যায় সংযোজন করা হয়েছে। সমপ্রচার আইন প্রণয়নের কার্যক্রম চলমান আছে। তিনি জানান, বিদেশী বিজ্ঞাপন সমপ্রচারের ক্ষেত্রে কোন নীতিমালা নেই। তবে মন্ত্রণালয় বিদেশী বিজ্ঞাপন সমপ্রচারের বিষয়টি মনিটর করছে। অপর এক সম্পূরক প্রশ্নে মন্ত্রী হাসানুল হক ইনু জানান, ভারতে বাংলাদেশের কোন চ্যানেল দেখানো হয় না, একথা ঠিক নয়। সেদেশের তথ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর কিছু কিছু বাংলাদেশী চ্যানেল দেখানো হচ্ছে। তবে  পশ্চিমবঙ্গের বেশকিছু এলাকায় বাংলাদেশী চ্যানেল দেখানো হয় না। ভারতের আইনে কোন বাধা-নিষেধ নেই, তবে ব্যবসায়িক চুক্তি সমস্যার কারণে দেখানো হচ্ছে না। বেসরকারি টিভি চ্যানেলে হারবাল, ইউনানীসহ বিভিন্ন চটকদার ও প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার বন্ধ সম্পর্কে সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে হাসানুল হক ইনু জানান, বিটিভি’র নিজস্ব বিজ্ঞাপন নীতিমালা থাকলেও অন্যান্য চ্যানেলের জন্য অনুসরণীয় বিজ্ঞাপন নীতিমালা নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় ওষুধ নীতি-২০০৫-এ ওষুধ ও স্বাস্থ্য বিষয়াবলীর ক্ষেত্রে বাণিজ্যিক বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার বিষয়ে সুনির্দিষ্ট বিধিনিষেধ আছে। অবৈধ পণ্য কিংবা ওষুধ বিপণন বিষয়ে বিজ্ঞাপন প্রচার না করার জন্য বেসরকারি টিভি চ্যানেলগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও সমপ্রচার কমিশন গঠিত হলে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারে বিধি-নিষেধ আরোপ করা সম্ভব হবে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিটিভি’র সমপ্রচার কার্যক্রমকে যুগোপযোগী ও গতিশীল করতে ৩৮ কোটি টাকা ব্যয়ে রামপুরা টিভি  কমপ্লেক্স ১২ তলা সদর দপ্তর ভবন নির্মাণ কার্যক্রম বাস্তবায়নাধীন আছে। পাশাপাশি ৩৫ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম টিভি কেন্দ্রের আধুনিকায়ন ও সমপ্রসারণ (সংশোধিত) প্রকল্পের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এছাড়াও ৯শ’ ৯৭ কোটি টাকা ব্যয়ে ৫টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

No comments

Powered by Blogger.