রাজধানীতে ৭ গাড়িতে আগুন

রাজধানীর বিভিন্ন স্থানে ৭টি গাড়িতে আগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া ২০ দলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়নি। সন্ধ্যা সোয়া ৭ টার দিকে যাত্রাবড়ীতে ২০ দলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ৫টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে হরতাল ও অবরোধের সর্মথনে বিক্ষোভ মিছিল বের করে ২০ দলের নেতা-কর্মীরা। মিছিলটি শহীদ ফারুক সড়ক থেকে যাত্রাবাড়ী মোড়ে পৌঁছলে উপস্থিত আ’লীগ কর্মীরা মিছিলের ওপর হামলা করে। এসময় ২০ দল ও আ’লীগ নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে ২টি বাস ও ছয়টি লেগুনা ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগ করা হয় ৫টি গাড়িতে এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবণী শঙ্কর কর জানান, বড় ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা ছিল অবরোধ সমর্থকদের কিন্তু তেমন কিছু হয়নি। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, রাত ৮ দিকে মিরপুরের সনি সিনেমা হলের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরে জয় বাংলা স্লোগান দিয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় অন্তত ৩টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

No comments

Powered by Blogger.