জনগণই আন্দোলনের সফলতা আনবে -ড. মঈন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সরকারের কর্মকাণ্ডে এটা আবার প্রমাণিত হয়েছে, তারা কখনও ভিন্নমতকে সহ্য করতে পারে না। আওয়ামী লীগ হচ্ছে এমন একটি ওয়ান ট্র্যাক মাইন্ড, যারা রেলপথ দিয়ে কেবল একদিকে চলে। এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাবেক এই মন্ত্রী বলেন, আন্দোলনের সফলতা এ দেশের জনগণই আনবে, নেতারা নয়। তিনি বলেন, দেশের অর্থনীতি আজ সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। অর্থনীতির যে অবস্থায় সমাজ ব্যবস্থার অধঃপতন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি অনিবার্য হয়ে ওঠে, ঠিক সেই অবস্থায় উপনীত আজকের বাংলাদেশের অর্থনীতি। তিনি বলেন, প্রতিনিধিত্ববিহীন সংসদের মাধ্যমে গঠিত যে সরকার- তারও কোন জনপ্রতিনিধিত্ব নেই। কাজেই এ সংসদ, এ সরকার সবই এক বায়বীয় অবস্থানে রয়েছে, জনগণের মাঝে যার কোন ভিত্তি নেই। মঈন খান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় বিশ্বাসী দল। যেহেতু আমরা একটি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী সে কারণেই আমরা যে কেবল ৫ই জানুয়ারির আগে সংলাপে বসেছিলাম তা নয়, বরং এখনও আমরা একটি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমেই এই রাজনৈতিক অচলাবস্থার নিরসন করতে চাই। সরকার ২০১৪ সালে সংবিধানের দোহাই দিয়ে নিয়ম রক্ষার নির্বাচন করছে, এ কথা বলেছিল, আর এখন দোহাই দিচ্ছে সংবিধানের ৫ বছর মেয়াদের। আসলে এ দু’টির কোনটিরই পক্ষে কোন যুক্তি নেই। জনপ্রতিনিধিত্ববিহীন সরকার গঠন করে সেটিকে অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে শুধু সংবিধান কেন, কোন কিছুরই অজুহাত বাংলাদেশের মানুষ মানবে না।

No comments

Powered by Blogger.