রাজাপাকসের বিরুদ্ধে দুর্নীতি মামলা

শ্রীলংকার মার্কসবাদী বিরোধী দল দেশটির সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেছে। একইসঙ্গে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে দুর্নীতি দমন সংস্থার প্রতিও আহ্বান জানানো হয়েছে। বুধবার মুখপাত্র এ কথা জানান। জেভিপি বা পিপলস লিবারেশন ফ্রন্ট রাজাপাকসে, তার আইনপ্রণেতা ছেলে নমাল এবং দুই ভাই বাসিল ও গোতাভায়ার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করে। সাবেক প্রেসিডেন্টের প্রশাসনে তারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। উল্লেখ্য, গত সপ্তাহের নির্বাচনে রাজাপাকসের দলের ভরাডুবি হয়। নির্বাচনী প্রচারণার সময়ই রাজাপাকসের বিরুদ্ধে সরকারি অর্থ আÍসাতের অভিযোগ তোলা হয়। সাবেক এ প্রেসিডেন্টের ১০ বছরের শাসনামলে তার পরিবার ব্যাপকভাবে সরকারি অর্থ আÍসাৎ করে এমন কথা বলা হয়। জেভিপির আইনপ্রণেতা সুনীল হ্যান্ডুনেতি এএফপিকে বলেন, ‘আমাদের এ অভিযোগ দায়েরের প্রধান লক্ষ্য রাজাপাকসের পরিবারকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর বিষয়টি নিশ্চিত করা। তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য আমরা তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাই।’ এএফপি।

No comments

Powered by Blogger.