গঙ্গায় ভাসছে শতাধিক লাশ

ভারতের গঙ্গায় ভেসে উঠছে একের পর এক লাশ। বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত (৫.১৬ মিনিট) ১০৮টি লাশ উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভি, জিনিউজ। ভারতে সৎকার করার পরিবর্তে লাশ গঙ্গায় ফেলে দেয়ার চল রয়েছে। মঙ্গলবার উত্তর প্রদেশের কানপুর এবং উন্নাও শহর দুটির মধ্যবর্তী এলাকা পারিয়ার ঘাটের কাছে বেশকিছু লাশ ভেসে ওঠে। চাঞ্চল্যকর এ ঘটনায় মুহূর্তে আলোড়ন পড়ে যায় গোটা ভারতে। এ অঞ্চলে গঙ্গায় সে াত কম থাকায় লাশগুলো এখানে আটকে যায়।
আর জলস্তর কমায় লাশগুলো ভেসে উঠেছে। এ সম্পর্কে উত্তর প্রদেশের পুলিশের মহাপরিদর্শক সতীশ গণেশ বলেন, উন্নাও জেলার সফিপুর এলাকা থেকে বুধবার লাশগুলো উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি আরও জানিয়েছেন, ‘নাবালক-নাবালিকা, অবিবাহিত নারীদের লাশ দাহ করার পরিবর্তে তাদের স্বজনরা এগুলো গঙ্গায় ভাসিয়ে দেন।’ পরে নদীর জল কমে আসায় লাশগুলো পারিয়ার ঘাটের কাছে ভেসে উঠেছে। লাশগুলোর বেশিরভাগই পচে গেছে। অনেকগুলো এমনভাবে পচেছে যে, সেগুলো নারী না পুরুষ তা বোঝা যাচ্ছে না। তিনি আরও বলেন, এসব লাশের সঙ্গে অপরাধী ঘটনার কোনো সংযোগ নেই। তারপরও পুলিশ এ ঘটনা খতিয়ে দেখছে বলে তিনি জানিয়েছেন। প্রশাসনের ধারণা, পাপমোচনের উদ্দেশে ওই লাশগুলো নদীতে ডোবানো হয়।

No comments

Powered by Blogger.