মিস ইউনিভার্স প্রতিযোগিতা হয়ে গেল বিকিনি রাউন্ড

প্রস্তুত মিয়ামি। প্রস্তুত মঞ্চ। ট্রাম্প ন্যাশনাল ডোরাল হোটেলে ২৫শে জানুয়ারি শুরু হচ্ছে মিস ইউনিভার্সের মূল পর্ব। বিশ্বের সেরা সুন্দরীরা সেখানে উপস্থিত। তারাও প্রস্তুত। এরই মধ্যে হয়ে গেছে বিকিনি রাউন্ড। এতে স্বল্প বসনে তারা হাজির হন ক্যামেরার সামনে। ফুটিয়ে তোলেন শারীরিক লাবণ্য। ইয়ামাময়ের সৌজন্যে এ সুইমস্যুট রানওয়ে শোতে অংশগ্রহণ করেন বিশ্বের ৯০ জন সেরা সুন্দরী। প্রতিযোগিতার এ রাউন্ড একদিকে যেমন বিখ্যাত তেমনি বহু-প্রতীক্ষিত। বুধবার ডোরাল হোটেলে হয়ে যাওয়া বিকিনি রাউন্ডে নেমেছিল সুন্দরীদের মেলা। প্রত্যেকে নিজের পছন্দের বিকিনি পরে রানওয়ে শোতে আসেন। এরপর সুইমিংপুলের চারপাশে সবাই মিলে মেতেছিলেন জলকেলিতে। গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রতিযোগিতা। মিয়ামির ডোরাল শহরে আনুষ্ঠানিকভাবে প্রত্যেক প্রতিযোগীকে পরিচয় করিয়ে দেয় হয়। এরপরই শুরু হয় নিজেদের দক্ষতা প্রদর্শনের পালা। শনিবার তাদের মডেলিং দক্ষতা দেখাতে প্রতিযোগীরা ফ্যাশন ব্রান্ড ‘চাইনিজ লন্ড্রি’র স্প্রিং ২০১৫ কালেকশন পরে র‌্যাম্পে হাঁটেন। এতে সুন্দরীদের সমসাময়িক ফ্যাশনের জুতা সরবরাহ করা হয় লেবেলের সৌজন্যে। দিনের শেষে তাদেরকে সালসা নাচের প্রশিক্ষণে পাঠানো হয়। এরপর রোববার তারা একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পণ্য প্রচারণা ইভেন্টে অংশগ্রহণ করেন। পুরো ডোরাল শহর যেন মেতেছে উৎসবের আমেজে। স্থানীয় রেস্তরাঁগুলোও সুন্দরীদের জন্য আয়োজন করে ভোজ উৎসব আর বহু সাংস্কৃতিক নাচ গানের। প্রাথমিক রাউন্ডগুলো  শেষে বেছে নেয়া হবে শীর্ষ ১৫ সুন্দরীকে। এরপর তারা সরাসরি ন্যাশনাল কস্টিউম রাউন্ডে অংশগ্রহণ করবেন। ২৫শে জানুয়ারি এফআইইউ এরেনাতে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্য। সেখানে ২০১৩ সালের মিস ইউনিভার্স গ্যাব্রিয়েলা আইলার সেরা সুন্দরীর মুকুট পরিয়ে দেবেন জয়ী প্রতিযোগীকে।

No comments

Powered by Blogger.