ফ্রান্সে পত্রিকা অফিসে গুলিতে নিহত ১০

(ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি পত্রিকা অফিসে বন্দুকধারীদের হামলায় আহত একজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন অগ্নি নির্বাপণ কর্মীরা। এ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। ছবি: এএফপি) ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি ব্যাঙ্গ রসাত্মক সংবাদপত্রের অফিসে গুলি করে অস্ত্রধারীরা হত্যা করেছে ১০ জনকে। আহত হয়েছে ৫ জন। এ ঘটনা ঘটেছে ‘চার্লি হেবডো’ নামের পত্রিকা অফিসে। ফ্রান্স ইনফো রেডিও বলেছে, একে-৪৭ অস্ত্রসহ মুখোশধারী সন্ত্রাসীরা ওই ভবন ঘিরে ফেলে। তাদের কিছু সংখ্যক ভিতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সরকারি কোন তথ্য পাওয়া যায় নি। পাশের ভবনে ছিলেন এক প্রত্যক্ষদর্শী। তিনি বলেছেন, কালো কাপড়ে মুখ ঢাকা দু’ ব্যক্তি কালাশনিকভ রাইফেল হাতে ওই ভবনের ভিতরে প্রবেশ করে। এর কয়েক মিনিটের মধ্যেই প্রচ- গুলির শব্দ পাওয়া যায়। অনেকগুলো গুলির পর তাদেরকে পালিয়ে যেতে দেখা যায়। উল্লেখ্য, এই পত্রিকাটি কিছুদিন আগে মহানবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে ব্যাঙ্গ চিত্র প্রকাশ করেছিল। তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় সারাবিশ্বে। রিপোর্টে বলা হয়েছে, লুক পোয়েগন্যান্ট নামে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, গোলাগুলিহেত কমপক্ষে একজন সাংবাদিক নিহত হওয়ার বিষয়ে তিনি নিশ্চিত হতে পেরেছেন।

No comments

Powered by Blogger.