সন্ধ্যার পরে রাজধানীতে ৫টি পরিবহনে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, মিছিল

(আজ সন্ধ্যায় পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সামনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ছবি: ফোকাস বাংলা) সারাদেশে ২০ দলীয় জোটের অবরোধের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭ টার মধ্যে রাজধানীতে পাঁচটি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা ৭টার দিকে আজিমপুরের এতিমখানা মোড়ে সেফটি পরিবহনের একটি বাসে, ৬টা ২০ মিনিটে বায়তুল মোকাররম এলাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বহন করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। অপরদিকে পৌনে ৭টার দিকে পল্টনের বায়তুল মোকাররম মসজিদের পাশে জাতীয় ক্রীড়া পরিষদ (এনইসি) ভবনের সামনের সড়কে তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে, রাজধানীর সদরঘাট মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গেটের সামনে তানজিল পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে পেট্রোল ঢেলে ওই বাসে (ঢাকা মেট্রো-জ-১১-২৩৮৪) আগুন ধরিয়ে  দেয় দুর্বৃত্তরা। বাসটি সদরঘাট থেকে মিরপুর যাচ্ছিল। অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধ্য বাড্ডায় একটি পিকাপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। তবে এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর গোলাম মোস্তফা জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছেন। রাজধানীর খিলগাঁও এলাকায় বাসে আগুন দেওয়ার সময় সরোয়ার আলম (৪০) নামের এক ব্যক্তিকে পেট্রোলসহ আটক করেছে পুলিশ। ওদিকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খিলগাঁও থানা জোড়পুকুর এলাকা থেকে সরোয়ার নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। পানির বোতলে করে বাসে আগুন দেয়ার প্রস্তুতি নেয়ার সময় তাকে আটক করা হয়েছে বলে জানান খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোস্তাফিজুর রহমান।
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, মিছিল
রাজধানীর কদমতলী রায়েরবাগ এলাকায় পরপর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. আরিফ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে কদমতলী রায়েরবাগের হাশেম রোড এলাকায় এ ঘটনা ঘটে। আরিফকে ঢাকা  মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অবরোধ সর্মথনে রামপুরা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে শিবির। এ সময় তারা অন্তত ৪ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সন্ধ্যা সোয়া ৭ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পরপরই শিবিরের একদল নেতাকর্মী মিছিল বের করে। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে প্রায় একই সময় বাসাবো এলাকায় মিছিল করে শিবির কর্মীরা। মিছিল শেষে তারা দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

No comments

Powered by Blogger.