রাষ্ট্রপতি শাসনের দিকে জম্মু-কাশ্মির?

ভারতের জম্মু-কাশ্মিরে সরকার গঠন নিয়ে এখনো ধোঁয়াশা না কাটায় রাজ্যে সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে। বড় রাজনৈতিক দলগুলি এখনও নিজেদের মধ্যে আলোচনা শুরু করেনি। সবটাই ঘরোয়া আলোচনার স্তরে রয়েছে। আনুষ্ঠানিকভাবে আলোচনা এখনও শুরু হয়নি। ১৯ জানুয়ারি রাজ্যে সরকার গঠনের শেষ দিন। ওই সময়ের মধ্যে কোনো দলই সরকার গঠন করতে না পারলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। তা যদি হয়, তাহলে জম্মু-কাশ্মিরের ক্ষেত্রে এবারই প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হবে। অতীতে কখনও রাষ্ট্রপতি শাসন জারি হয়নি রাজ্যে। ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস, সিপিআই (এম), পিডিএফ এবং এক জন নির্দল বিধায়ক ইতোমধ্যেই পিডিপি সরকার গঠনের জন্য সমর্থনের কথা ঘোষণা করেছে। বিজেপি-কে বাদ দিয়ে সরকার গঠনের জন্য তারা নিঃশর্ত সমর্থনের কথা জানিয়েছে। এদিকে বিজেপি জম্মু-কাশ্মিরে সরকার গঠনের জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা জানিয়ে দিয়েছে রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী হবে বিজেপি-র। কেন্দ্রে বিপুল গরিষ্ঠতা নিয়ে তারা পিডিপি-র উপর চাপ তৈরি করছে। অন্যদিকে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্স-দুই দলের মধ্যেই বিজেপি-র সঙ্গে সরকার গঠন নিয়ে তীব্র মতপার্থক্য আছে। সবথেকে বেশি আসন পাওয়া পিডিপি-র মুখপাত্র নঈম আখতার জানিয়েছেন, এখনও পর্যন্ত কংগ্রেস বা বিজেপি কোনো দলের সঙ্গেই আনুষ্ঠানিক বৈঠক হয়নি। পরিস্থিতি এখনও যথেষ্ট জটিল এবং নতুন সরকার গঠনের বিষয়ে কোনো সমাধান সূত্র পাওয়া যাচ্ছে না। তবে ১৯শে জানুয়ারির আগে সমাধান সূত্র খোঁজার চেষ্টা চলছে। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ পিডিপি-কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্সের যে মহাজোট গঠনের কথা বলেছেন সেই বিষয়ে প্রশ্ন করা হলে আখতার জানান এই সম্ভাবনা তো ন্যাশনাল কনফারেন্স আগেই খারিজ করেছে। ন্যাশনাল কনফারেন্সও পিডিপি-কে সমর্থনের কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি, তারা এই কথা শুধু টি ভি চ্যানেলে শুনেছেন বলে জানিয়েছেন আখতার। তিনি স্বীকার করে নেন ঘরোয়াভাবে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে। তবে ভোটের আগে জম্মু-কাশ্মিরের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি কোনোভাবেই ভঙ্গ করবে না পিডিপি। রাজ্যের তিনটি অঞ্চলের মানুষের রায়কেই মাথায় রাখা হচ্ছে বলে জানিয়েছেন পিডিপি মুখপাত্র। তিনি বলেন, একথা ঠিক আমরা ২৮টি আসন পেয়েছি কাশ্মির উপত্যকা এবং জম্মুতে। তবে লাদাখে আমরা সমর্থন পায়নি। সেখানে তিনটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। একটি নির্দল প্রার্থী। বিজেপি যে দাবি তুলেছে তাদের দল থেকেই মুখ্যমন্ত্রী হবে এই বিষয়ে প্রশ্ন তোলা হলে আখতার ফের বলেন, যখন কোনো দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হবে তখন এসব নিয়ে কথা বলা যাবে। এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

No comments

Powered by Blogger.