পাক-ভারত সীমান্তে তীব্র গোলাগুলি, নিহত ৫

ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গতকাল সন্ধ্যায় তীব্র গোলাগুলিতে পাকিস্তানি এক টিনএজ কিশোর ও নারীসহ কমপক্ষে ৪ জন প্রাণ হারিয়েছেন। নিহত ৪ জনই পাকিস্তানের বেসামরিক নাগরিক। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর শিয়ালকোটে ঘটনাটি ঘটেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সেনা মুখপাত্র এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ওদিকে কাশ্মীর সীমান্তে একই ধরনের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র এক সদস্য নিহত হয়েছেন। তবে আহতের সুনির্দিষ্ট কোন সংখ্যা জানা যায়নি। গতকাল দিনের শুরুর দিকে বিতর্কিত কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে প্রাণ হারান তিনি। এ ঘটনায় দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে। গত সপ্তাহে প্রচ- গোলাগুলিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ১ সদস্য ও পাকিস্তানি আধা-সামরিক বাহিনীর ২ সদস্য নিহত হওয়ার পর উত্তেজনা বাড়তে শুরু করে। এদিকে এ ব্যাপারে ভারত সরকারের কাছ থেকে প্রাথমিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।

No comments

Powered by Blogger.