নামবেন নয়াদিল্লি প্রস্তুত জয়পুর

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বহনকারী বিমানের অবতরণের জন্য বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে জয়পুরের সাঙ্গানির বিমানবন্দর। খারাপ আবহাওয়া বা অন্য কোনো কারণে বিমানের নির্দিষ্ট গতিপথ পরিবর্তন হলে ওই বিমানবন্দর ব্যবহার করা হবে। আজ (রোববার) নয়াদিল্লির বিমানবন্দরে ওবামার অবতরণের কথা। ডিন এ জানায়, বৃহস্পতিবার নিরাপত্তাকর্মীদের একটি দল ওই বিমানবন্দরের যাবতীয় আয়োজন ও নিরাপত্তা খতিয়ে দেখতে গিয়েছে। বিমানবন্দরের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ‘বিকল্প আয়োজন হিসেবে আমাদের বিমানবন্দর পুরোপুরি প্রস্তুত। ওবামার বিমানের গতিপথ পরিবর্তনের প্রয়োজন হলে এটি ব্যবহার করা হবে।’ এ ব্যাপারে বিস্তারিত জানাতে তিনি অপরাগতা প্রকাশ করেন।
আগেই পৌঁছাল গাড়ি
ওবামা ভারতের মাটিতে পা রাখবেন আজ (রোববার) সকালে। আর একদিন আগেই ভারতের মাটি ছুয়েছে তার গাড়ি ‘দ্য বিস্ট’। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফর উপলক্ষে দিল্লিতে সাজ সাজ রব পড়ে গেছে। রং-বেরঙের আলোকসজ্জা, নানা আয়োজনকে ছাপিয়ে ওবামার নিরাপত্তার বিষয়টি সবার উপরে উঠে এসেছে। সাত স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছেন ভারত। আকাশপথেও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাজধানী নয়াদিল্লিকে রাখা হয়েছে সুতীক্ষè নজরদারিতে। ওবামার নিরাপত্তায় কমতি রাখছে না যুত্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীও। ওবামার নিরাপত্তার দায়িত্বে থাকা ডগ স্কোয়াড ও এর চৌকস কর্মকর্তারা দিল্লিতে হাজির হয়েছেন দু’দিন আগেই। এবার ‘বিস্ট’ নামে পরিচিত মার্কিন প্রেসিডেন্টের অতি সুরক্ষিত লিমুজিন গাড়িটি ইতিমধ্যে দিল্লিতে এসে পৌঁছেছে। একটি বিশেষ বিমানে করে আসা গাড়িটি দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে পার্ক করে রাখা হয়েছে। দিল্লির সড়কপথে নিজস্ব বাহন ‘বিস্টে’ করেই যাতায়াত করবেন ওবামা। প্রথমদিকে গাড়ি ছাড়াই আসতে চেয়েছিলেন ওবামা। কিন্তু মার্কিন নিরাপত্তা বিভাগের দুঃশ্চিন্তা কমাতে শেষপর্যন্ত গাড়িটিকেও সফরসঙ্গী করতে হল। সবচেয়ে সুরক্ষিত গাড়ি এটি। বাংলাদেশী মুদ্রায় এই বিলাসবহুল গাড়িটির দাম প্রায় ১২ কোটি টাকা (১৫ লাখ ডলার)।

No comments

Powered by Blogger.