‘সংলাপকে লাথি মার’- বললেন বাদশা

চলমান সঙ্কট সমাধানে চারদিক থেকে আসছে সংলাপের তাগিদ। এমন অবস্থায় সংলাপ আহবানকারীদের প্রতি বিদ্রুপের তীর ছুড়লেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এ বাম নেতা আজ ১৪ দলের বৈঠকে বলেন, ‘লাথি মারো সংলাপে’। চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হয়েছে বিএনপির। এবার শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যাওয়ার পালা। শেখ হাসিনার সৌভাগ্য। আল্লাহ তাকে সুযোগ করে দিয়েছেন। রাজধানীর পুরানা পল্টন পিকিং গার্ডেনে ঢাকা মহানগর ১৪ দলের এ সভার আয়োজন করে সাম্যবাদী দল। সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, পেট্রলবোমায় মানুষ হত্যা করবেন, আর আমরা আপনার সঙ্গে আলোচনা করবো, এটা চিন্তা করাও আপনার মহাপাপ। আপনার সঙ্গে আলোচনা হবে না। পাপের শাস্তি আপনি পাবেনই। তিনি বলেন, ঢাকা পাহারা দিতে আমরা কমিটি করছি। কোন এলাকায় যাতে কেউ পেট্রোল বোমা না মারতে পারে, সে ব্যবস্থা আমরা করবো।সাম্যবাদী দলের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক বাবুল বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাসদের আহবায়ক রেজাউর রশিদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

No comments

Powered by Blogger.