একাত্তরের মতো সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে : শফিউল আলম প্রধান

২০ দলীয় জোটের শরিক ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, একাত্তরের মতো এই সরকার নিজ দেশের জনগণের বিরুদ্ধে এক অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ভাড়াটে বাহিনীর মত পুলিশ, র‌্যাব, বিজিবি এমনকি আনাসারদেরও জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হয়েছে। গদি রক্ষায় তাদের যা ইচ্ছা তাই করার লাইসেন্স দেয়া হয়েছে। একাত্তরের সংগ্রাম ছিল স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনের সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা ও গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রাম।
আজ এক বিবৃতিতে একথা বলেন প্রধান।
প্রধান বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাতের অন্ধকারে বিদ্যুৎ ও ডিস, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের ঘটনা শতাব্দীর ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় বলে চিহ্নিত হবে। পাকিস্তান সরকারও একাত্তরে যুদ্ধকালীন আটক শেখ মুজিবর রহমান সাহেবের প্রতিও এমন অমানবিক আচরণ করে নাই। বর্তমান সরকারের প্রশাসন খান সেনাদের বর্বরতার রেকর্ডও ছাড়িয়ে গেছে। এই নজিরবিহীন বর্বর আচরণের নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। তবে নিঃশঙ্কচিত্তে বলতে চাই এই শাসনের পাওয়ার লাইনের সঙ্কযোগ কেটে দিয়েই জনগণ এর জবাব দিবে। স্বাধীনতা ও গণতন্ত্র প্রিয় জনগণ অসাধারণ সাহসিকতার সাথে রাষ্ট্রীয় শ্বেত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। শোকের সাগরে ভেসেও বেগম খালেদা জিয়া এ লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন। উপমহাদেশের দীর্ঘ ইতিহাসে নিরস্ত্র জনগণের অসাধারণ সংগ্রামের নাম বেগম খালেদা জিয়া। তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সঙ্কগ্রাম চালিয়ে যাবার আহ্বান জানান। বিবৃতিতে বিনএপি’র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

No comments

Powered by Blogger.