নারী অধিকার নিয়ে কাজ করতে চান মিস ওয়ার্ল্ড ২০১৪ রোলেন স্ট্রস

মিস ওয়ার্ল্ড ২০১৪-এর মুকুট উঠেছে দক্ষিণ আফ্রিকান সুন্দরী রোলেন স্ট্রসের মাথায়। এর মাধ্যমে দীর্ঘ সময় পর আফ্রিকার কোন প্রতিযোগী এ খেতাব পেলেন। সুন্দরী প্রতিযোগিতার সর্বোচ্চ এই সম্মান নিয়ে সামনের পথে এগিয়ে যেতে চান রোলেন। মূলত একজন সুপার মডেল হওয়ার ইচ্ছা তার। পাশাপাশি অভিনয় করতে চান হলিউড ছবিতে। তবে বেশি কাজে বিশ্বাসী নন তিনি। কম, কিন্তু ভাল কাজের মাধ্যমেই দর্শকদের সামনে আসতে চান রোলেনে। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এ সুন্দরী বর্তমানে দক্ষিণ আফ্রিকার ব্লোমফোনটেইন বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ছাত্রী। ভবিষ্যতে নারী স্বাস্থ্য ও শিক্ষা অধিকার নিয়ে কাজ করতে চান তিনি। এ বিষয়ে রোলেন স্ট্রাউস বলেন, নারীদের স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে আমি কাজ করতে চাই। এটা আমার অনেক আগের পরিকল্পনা। এবার মিস ওয়ার্ল্ড হওয়ার ফলে এ কাজটি আমার জন্য আরও সহজ হবে বলেই মনে করি। বিশেষ করে পড়াশোনা শেষ করে স্বল্পোন্নত দেশের অবহেলিত নারীদের স্বাস্থ্য ও শিক্ষার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করাটাই আমার লক্ষ্য। এক্ষেত্রে সবার সহযোগিতা চাই। দেখা যাক কি হয়। উল্লেখ্য, রোববার সন্ধ্যায় লন্ডনে জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের মধ্য দিয়ে সেরা পাঁচের চারজনকে টপকে মিস ওয়ার্ল্ড ২০১৪ হন রোলেনে স্ট্রাউস। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হাঙ্গেরির এডিনা কাল্কজার এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন যুক্তরাষ্ট্রের সুন্দরী এলিজাবেথ সাফরিট। গতবারের মিস ওয়ার্ল্ড ফিলিপাইনের সুন্দরী মেগান ইয়ং স্ট্রাউসের মাথায় মুকুট পরিয়ে দেন। প্রতিযোগিতায় বিচারক প্যানেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক রেডক্রস কর্মী জুলিয়া মর্লি, ফ্রান্সের রুডি সেলস, ভ্যারাইটি ইন্টারন্যাশনাল বোর্ড মেম্বার মার্সা রে আর্যাটক্লিফ, খ্যাতিমান ইংরেজ সুরকার টনি হ্যাটচ, মিস ওয়ার্ল্ড-২০০৭ ঝাং ঝিলিন, মিস ওয়ার্ল্ড ২০০১ আগবানি  দেরেগো, মিস ওয়ার্ল্ড ২০০৯ কায়ানি অ্যালডোরিনো এবং মিস ওয়ার্ল্ড ২০০২ আজরা আকিন।

No comments

Powered by Blogger.