মুক্তিপণ না পেয়ে দালালের নির্যাতনে যুবকের মৃত্যু

সময়মতো মুক্তিপণ না দিতে পারায় মালয়েশিয়ায় নির্যাতন করে টেকনাফের এক যুবককে হত্যা করেছে দালালচক্র। গতকাল মুক্তিপণের টাকা যোগাড় করে দালালদের খবর দিলে তার পিতা জানতে পারেন ছেলে মেহেদী মারা গেছে। নিহতের পরিবার জানায়, গত ২ মাস আগে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার মুহিবুল্লাহ নামে এক দালাল একটি জামে মসজিদে কর্মরত ছিল। এ সময় স্থানীয় লিয়াকত আলীর পুত্র মেহেদী হাসান (১৬), নাজির হোসেনের পুত্র আবদুল মাবুদ এবং আহমদ হোসেন নামে ৩ যুবককে শাহপরীর দ্বীপের দালাল মৌলভী মুহিবুল্লাহ ফুসলিয়ে মালয়েশিয়া পাচার করে। মুহিবুল্লাহ ওই ৩ যুবককে নিয়ে উধাও হয়ে এখনও কর্মস্থলে ফিরে আসেনি। ওই মৌলভী যুবকদের নিয়ে তার সহযোগী শাহপরীরদ্বীপ ডাঙ্গরপাড়ার আবু তাহেরের পুত্র মো. হাশিম প্রকাশ পুয়া মাঝির সহায়তায় মালয়েশিয়ায় পাচার করে। আবদুল মাবুদ, আহমদ হোসেন জনপ্রতি ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে মুক্তি পান। কিন্তু মেহেদী হাসানের পিতা টাকার অভাবে এতদিন ছেলেকে মুক্ত করতে পারেননি। প্রতিদিন ফোনে তাকে নির্যাতন করে শুনিয়ে টাকা নিয়ে মৌলভী মুহিবুল্লাহ ও পুয়া মাঝির নিকট যাওয়ার জন্য বলতো। সকালে মেহেদী হাসানের পিতা টাকা নিয়ে যাওয়ার জন্য বললে গতকাল ৮টায় তিনি মারা যান বলে অপর সহযোগীরা জানান। এব্যাপারে অভিযুক্ত মৌলভীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মালয়েশিয়ায় আল্লাহর হুকুমে মেহেদী হাসানের মৃত্যু হয়েছে।

No comments

Powered by Blogger.