হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৭

হবিগঞ্জ সদর উপজেলার সুতাং এলাকায় ট্রাক, ট্রাক্টর, চান্দের গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ ৭ যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহপুর (শাহজীবাজার) এলাকায় ১৪ই ডিসেম্বর থেকে শাহ্‌ সোলেমান ফতেহ গাজী (রঃ)-এর তিন দিনব্যাপী বার্ষিক ওরস চলছে। সকালে ওরস থেকে একটি চান্দের গাড়ি ও একটি সিএনজি চালিত অটোরিকশায় করে অন্তত  ২০ যাত্রী বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হবিগঞ্জ সদর উপজেলার সুতাং এলাকায় ব্রিজের কাছে ঢাকাগামী একটি ট্রাক ও বালু বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে চান্দের গাড়ি ও অটোরিকশাটির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চান্দের গাড়ি ও অটোরিকশার যাত্রী মকসুদ মিয়া (৬০) ও মজিবুর রহমান (৫৫) নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ  হাইওয়ে ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এবং হবিগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। এ ছাড়াও তারা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহতদের মধ্যে নওবন বিবি (৪০), তার মেয়ে আম্বিয়া খাতুন (২০), আহমদুল হক (৬০) ও ইউসুফ আলী (৫০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সময় দায়িত্বরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় আহত মামুন (৩০)-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সিলেটে নেয়ার পথে নবীগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়।

No comments

Powered by Blogger.