স্কুলে হামলা: সর্বদলীয় বৈঠক আহ্বান নওয়াজের

পাকিস্তানের পেশোয়ারে দেশটির সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবানের বর্বরোচিত হামলায় শতাধিক স্কুলছাত্রসহ ১৪৫ জন নিহত হওয়ার ঘটনায় দেশটি শোকস্তব্ধ। এ ঘটনার পরপরই ঘোষণা করা হয় ৩ দিনের রাষ্ট্রীয় শোক। এদিকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আজ পাকিস্তান পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী সব দলের নেতৃবৃন্দের সঙ্গে একটি জরুরি বৈঠকে বসবেন। তিনি এ সঙ্কটকে ‘জাতীয় সঙ্কট’ বলে অভিহিত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এদিকে এ ঘটনায় ১১৮ শিক্ষার্থীসহ কমপক্ষে ১৩০ জন আহত হয়েছে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। উদ্ধার করা হয়েছে ৯৬০ জনকে, যার অধিকাংশই স্কুল শিক্ষার্থী। তালেবানের ৭ সদস্য সেনা পোশাকে ঢুকে স্কুলটিতে বিভীষিকাময় এ হামলা পরিচালনা করে। হামলার সময় স্কুলটিতে শিক্ষার্থী, শিক্ষক ও সহকারীসহ ১,০০০ জনের বেশি মানুষ ছিলেন। বিশ্ব নেতৃবৃন্দ নৃশংস এ হত্যাযজ্ঞের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

No comments

Powered by Blogger.