পাকিস্তানের স্কুলে জঙ্গি হামলায় নিহত ১৪১

পাকিস্তানের পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে হামলা করেছে জঙ্গিরা। মঙ্গলবার সকালে অজ্ঞাত বন্দুকধারীরা ওয়ারসাক রোডের ওই স্কুলে হামলা চালায়। এতে অন্তত ১৪১জন নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম খবর দিয়েছে। এর মধ্যে ৮৪জন শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। সামরিক বাহিনী পরিচালিত এ স্কুলে ৫ শতাধিক শিক্ষার্থী-শিক্ষক আটকা পড়েছেন। হামলার পর স্কুলে চারপাশ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এক বিবৃতিতে তালেবান হামলার দায় স্বীকার করেছে। সেনা বাহিনীর অভিযানের জবাবে তারা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে এই জঙ্গি সংগঠন। ডন এর খবরে বলা হয় ৫-৬জন বন্দুকধারী সেনা বাহিনীর পোশাক পরে স্কুলে প্রবেশ করে গুলি চালায়। এদিকে তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান তদারকি করার জন্য দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পেশোয়ারের উদ্দেশ্য রওয়ানা হয়েছেন।

No comments

Powered by Blogger.