কেন পাকিস্তানের স্কুলে তালেবানের আক্রমণ

পাকিস্তানে স্কুল ও মসজিদগুলোতে হামলা চালিয়ে এর আগে বার বার হত্যাযজ্ঞ চালাতে দেখা গেছে দেশটিতে। বিশেষ করে নারীদের স্কুলে যেতে নিরুৎসাহিত করতে দেশটিতে অহরহই জঙ্গি হামলা ঘটে। যেমনটি হামলা হয়েছিল, স্কুলছাত্রী মালালা ইউসুফজাইয়ের উপর, যিনি পরবর্তীতে শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছেন। কেন পাকিস্তানের স্কুলে এভাবে শিক্ষার্থীরা তালেবান আক্রমণের শিকার হচ্ছে? এপ্রসঙ্গে বিবিসি বাংলাকে পাকিস্তানের পত্রিকা ডেইলি নিউজের বার্তা সম্পাদক মনির আহমেদ বলছিলেন, তালেবান অধ্যুষিত এলাকায় শিক্ষার আলো এবং ইসলাম ধর্ম সম্পর্কে কোনও স্বচ্ছ ধারনা নেই। তার মতে, ইসলামের নাম ব্যবহার করে নানা ধরনের হামলা চালাচ্ছে তারা, কারণ, তারা চায়না এসব এলাকার ছেলেমেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক। কেননা, এতে করে তাদের প্রচলিত ধ্যান-ধারনার উপর আঘাত আসতে পারে বলেই তালেবানরা পাকিস্তানের স্কুলে হামলা চালাচ্ছে বলে মনে করেন মনির আহমেদ। স্কুলে হামলার ঘটনার সাথে মালালা ইউসুফজায়ির নোবেল পুরস্কার নেয়ার কোনও যোগসূত্র কি থাকতে পারে? এটি কি তালেবানদের একধরনের প্রতিশোধ? মনির আহমেদ বলছিলেন, তেমন কোনও যোগসূত্র না পাওয়া গেলেও ধারনা করা যায়, পাকিস্তান সেনাবাহিনী তালেবানদের বিরুদ্ধে যে ধরনের অভিযানগুলো চালিয়ে যাচ্ছে, তার পাল্টা জবাব হিসেবেও তালেবানরা এই হামলা চালিয়ে থাকতে পারে।

No comments

Powered by Blogger.