সেলিমা রহমানের গাড়িবহরে ছাত্রলীগের হামলা

বরিশালে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনটি মোটরসাইকেল ভাঙচুর এবং বিএনপির ৫ কর্মী আহত হয়েছেন। আজ বেলা ১১টার দিকে মুলাদী উপজেলার ছাত্রলীগ নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সত্তার খান অভিযোগ করেন, সকালে মুলাদী ডিগ্রি কলেজে বিএনপি’র কর্মী সমাবেশে যোগদানের লক্ষ্যে আসেন সেলিমা রহমান। এ সময় সেখানে অপেক্ষমাণ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়।
জেলা উত্তর বিএনপির দপ্তর সম্পাদক নূরুল আলম রাজু জানান, মুলাদীতে বিএনপির কর্মী বৈঠকে যোগ দেয়ার জন্য সেলিমা রহমান সড়ক পথে মুলাদিতে আসেন। পথিমধ্যে ডিগ্রি কলেজর কাছাকাছি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জুয়েলের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল তাদের গাড়ি বহরে হামলা চালায়। তিনটি মোটরসাইকেল ভাংচুর করে এবং ৫ জনকে আহত করে। অপরদিকে এ ঘটনায় জন্য অভিযুক্ত মুলাদী ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল জানান, সমাবেশ শেষে বিএনপি’র নেত্রী বেগম সেলিমা রহমান পায়ে হেটে উপজেলা বিএনপি’র বাস ভবনে যেতে দেখা গেছে। তার কোন গাড়ি বহর ছিলোই না। সেখানে হামলাতো কোন প্রশ্নই আসে না।

No comments

Powered by Blogger.