হাসিনাকে হত্যা ষড়যন্ত্রের স্বীকারোক্তি শাহনূরের

বর্ধমান বিস্ফোরণের ঘটনায় ভারতে গ্রেপ্তারকৃত শাহনূর আলম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র পরিকল্পনার স্বীকারোক্তি দিয়েছে। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। শুক্রবার গভীর রাতে আসাম পুলিশ নলবাড়ি জেলার লবকুচি গ্রাম থেকে গ্রেপ্তার করে শাহনূরকে। প্রতিবেদনে তাকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুর মুজাহিদিন বাংলাদেশ, জেএমবির গুরুত্বপূর্ণ নেতা বলে দাবি করা হয়। এতে আরও বলা হয়, শাহনূর আলম ওরফে ডাক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, জেএমবি হাসিনাকে হত্যা করে বৃহত্তর ইসলামিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে অভ্যূত্থান ঘটানোর পরিকল্পনা করছিল। বর্ধমান বিস্ফোরণের তদন্ত করছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। শাহনূরের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বিস্তারিত বাংলাদেশের গোয়েন্দাদের কাছে পাঠানো হতে পারে। এরপরই সিদ্ধান্ত হবে তারা শাহনূরকে জিজ্ঞাসাবাদ করতে পূনরায় কলকাতা যাবেন কিনা। শনিবার শাহনূরকে আসামের আদালতে হাজির করা হয়। আদালত তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠায়। এরপরই প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধানমন্ত্রীকে হত্যা পরিকল্পনার স্বীকারোক্তি বের হয়ে এসেছে। এনআইএ কর্মকর্তারা বলেছেন, আরও জিজ্ঞাসাবাদের জন্য শাহনূরকে কলকাতায় নিয়ে আসা হতে পারে। এক কর্মকর্তা বলেছেন, তিন গুরুত্বপূর্ণ জেএমবি সদস্য খালেদ, হাকিম ও সাজিদ আমাদের হেফাজতে রয়েছে। আমরা শাহনূরকে তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই।

No comments

Powered by Blogger.